Dilip Ghosh on DA: সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে দিন: দিলীপ
Dilip Ghosh on DA: রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করায় ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। সেই ইস্যুতেই তোপ দাগলেন দিলীপ।
খড়গপুর : ‘ডিএ দেওয়ার তো ইচ্ছা নেই , অন্যান্য রাজ্যগুলো একইভাবে ৩৮ শতাংশ পর্যন্ত ডিএ দিয়ে দিচ্ছে, আর আপনারা ৩ শতাংশে কেন আটকে আছেন? বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন।’ এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে দিন, কেন্দ্র টাকাও দেবে সরকারও চালাবে।’ সম্প্রতি ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তার জেরেই বিক্ষোভ বেড়েছে আরও। যাঁরা বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন করছিলেন, তাঁদের একটা বড় অংশ সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সেই প্রসঙ্গেই এদিন সরব হলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ডিএ দিলে সরকার সঙ্কটে পড়বে। কীভাবে এমন সরকার চালাচ্ছেন যে সরকার সঙ্কটে পড়বে? সরকার যখন চালাতে পারছেন না কেন্দ্রীয় সরকারকে লিখে জানিয়ে দিন। কেন্দ্র টাকাও দেবে সরকারও চালাবে। সরকারটাকে কেন্দ্রের হাতে তুলে দিন, আর রাস্তায় নেমে আন্দোলন করুন, তাহলেই ভাল হবে।
এই ৩ শতাংশ ডিএ দিয়ে সরকারি কর্মীদের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি সাংসদ বলেন, ‘ভিক্ষা দিচ্ছেন নাকি। ত্রিপুরায় গিয়ে বলছেন ডবল দিয়ে দেব, আর এখানে তো একবার দিন ঠিকঠাক। এবার সবাই রাস্তায় নামছে। সমস্ত কর্মচারী যদি পেন ডাউন করেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে।’
ইতিমধ্যে সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই আন্দোলনের আঁচ শিক্ষাক্ষেত্রেও ছড়াতে শুরু করেছে। একযোগে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ। আলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়… সর্বত্র একই ছবি। টানা তিন ঘণ্টা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ডিএ-র দাবিতে রাজভবনেও গিয়েছেন আন্দোলনকারীরা।