পশ্চিম মেদিনীপুর: সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে পোস্টার শহর জুড়ে। “হিরণের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব”- মঙ্গলবার সাত সকালে ঘাটাল শহরজুড়ে ছড়াল এমনই পোস্টার। বিজেপির তরফে পোস্টারগুলো সাঁটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকি পোস্টার লাগাতে দেখা যায় খোদ ঘাটালের বিধায়ক শীতল কপাটকেও।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ঘাটালে এক কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এর পরই তৃণমূল নেতৃত্বের তরফে একাধিক প্রতিক্রিয়াও দেওয়া হয়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ঘাটালে বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসছেন অভিনেতা সাংসদ দেব। দিনভর ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তারই আগে ঘাটাল শহরজুড়ে এমন পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মঙ্গলবার সকালে ঘাটালে দাঁড়িয়ে ফের একবার ঘাটালের অভিনেতা সাংসদকে নিশানা করেন বিজেপি বিধায়ক শিতল কপাট। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাই খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। আমাদের ঘাটালের সাংসদ দেববাবুকে মনে করিয়ে দিয়েছেন ঘাটালবাসীর কথা। তাঁর কথাতেই দেববাবু ছুটে আসছেন। ওঁ বলেছেন, প্রায় ৭-৮ বছর হয়ে গিয়েছে, ঘাটালের সাংসদ ঘাটালের জন্য কিছু করেননি। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে ভাবেননি। তাই হিরণবাবুর কথাতেই দেববাবু ছুটে আসছেন।
অন্যদিকে, তৃণমূলের দিলীপ মাঝি বলেন, “হিরণ বুঝি না। আমাদের ঘাটালের সাংসদের দীর্ঘদিনের প্রোগ্রাম করা ছিল। কলেজ-সাব ডিভিশন্যাল হাসপাতাল নিয়ে আলোচনা করবেন। এটা ১৫ দিন আগেকার প্রোগ্রাম। হিরণ যদি মনে করে দেবের সঙ্গে নিজেদের তুলনা করবেন, আর বিজেপি যদি মনে করে হিরণের সঙ্গে দেবের তুলনা করবে, তাহলে ভুল পথে এগোচ্ছে। বিজেপি নেগেটিভ রাজনীতি করে এগোয়, আমরা সেটা নিয়ে ভাবিত নই। দেব শিল্পী জগতের মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কম সময়ে আসেন।”