Cyclone Sitrang: বৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসলের, মাথায় হাত কৃষকদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 24, 2022 | 10:58 AM

Paschim Medinipur: এক কথায় সিত্রাংয়ের প্রভাবে চরম দুশ্চিন্তায় ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা।

Cyclone Sitrang: বৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসলের, মাথায় হাত কৃষকদের
(নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: কালী পুজোর সকাল থেকে আকাশের মুখ ভার। অন্ধকার করে রয়েছে চারপাশ। মাঝেমধ্যে চলছে দমকা ঝোড়ো হওয়া। আর এতেই চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা সহ ঘাটালের গোটা এলাকা জুড়ে ছবিটা ঠিক এমনই।

এ দিকে, কৃষি প্রধান এলাকা হওয়ায় জন্য এখানকার কৃষকদের  দাবি, একটু বৃষ্টি হলেই চরম ক্ষতির মুখে পড়বেন ধান কৃষকরা। এমনকী জলদি আলু (পোখরাজ) জাতীয় আলু চাষ অনেকটাই পিছিয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। অনেক কৃষক চটজলদি ধান কাটার মেসিন দিয়ে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত। এক কথায় সিত্রাংয়ের প্রভাবে চরম দুশ্চিন্তায় ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা।

স্থানীয় এক কৃষক দুর্লভ জানা আশিস-বিশুইরা বলেন, ‘ডাঙা এলাকার কৃষি জমিতে ধান কাটা শুরু হলেও, নিচু কৃষি জমিতে ধান এখন কাটা শুরু হয়নি দমকা ঝড়ো হওয়ার ও বৃষ্টি হলেই ধানের চরম ক্ষতি হবে। আর এই ধান কাটার পরেই শুরু হবে জলদি আলুর তথা পোখরাজ জাতীয় আলুর চাষ। কিন্তু যদি বৃষ্টি হয় আর ভিজে গেলে আলু চাষ পিছিয়ে যাবে। ফলে চরম সমস্যায় পড়বে জেলার কৃষকরা। আর সিত্রাংয়ের ফলে সোমবার সকাল থেকেই ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, সহ বিভিন্ন এলাকার ধান চাষীরা চট জলদি অল্প পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত।’

Next Article