Dilip Ghosh: ‘শুভেন্দু রাজ্য সভাপতি হলে স্বাগত জানাব’, জল্পনায় ঘি ঢাললেন দিলীপ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 23, 2022 | 12:10 PM

Bengal BJP: বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এদিন শুভেন্দু প্রসঙ্গে বলেন, "যদি হন, ওয়েলকাম করব আমরা। দল যাঁকেই করবে, তিনি আমাদের নেতা। কী হবে সেটি দল ঠিক করবে।"

Dilip Ghosh: শুভেন্দু রাজ্য সভাপতি হলে স্বাগত জানাব, জল্পনায় ঘি ঢাললেন দিলীপ
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী

Follow Us

খড়গপুর: বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি  (Bengal BJP Chief) কে হবেন? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) উত্তরসূরি হিসেবে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখা যাবে কি না, তা নিয়েও চলছে জোর চর্চা। অতীতে এই পদের দায়িত্ব সামলে এসেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি এখন জাতীয় স্তরের দায়িত্বে। শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে দেখা যাবে কি না, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু জানালেন, শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন, তাঁকে স্বাগত জানাবেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, “যদি হন, ওয়েলকাম করব আমরা। দল যাঁকেই করবে, তিনি আমাদের নেতা। কী হবে সেটি দল ঠিক করবে।” রবিবার সকালে খড়গপুরে চা-চক্রে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে আসার পর থেকেই পদ্ম শিবিরে ভীষণ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। একুশের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যেজুড়ে ঘুরে বেরিয়েছেন তিনি। ভোটের প্রচার করেছেন। তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন। বিজেপিতে সংগঠক হিসেবেও তাঁর ভূমিকা অপরিসীম। দক্ষ সংগঠক। একুশের নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে জয়ী হয়েছেন তিনি। তারপর থেকে বিরোধী দলনেতার দায়িত্ব পেয়েছেন। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ তিনি। দলের উঁচু তলা থেকে নীচু তলা সব জায়গাতেই সমান জনপ্রিয় তিনি। এহেন শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির পরবর্তী সভাপতি হওয়া নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা আরও উস্কে গেল বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।

এর পাশাপাশি দেউচা পাচামির প্রসঙ্গেও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আদিবাসী সমাজ চাইছে না, তাদের জমি দিতে। কারণ, এই সরকারের উপরে তাদের বিশ্বাস নেই।” তাঁর বক্তব্য, “দেউচা পাঁচামি নিয়ে স্বপ্ন দেখানো হচ্ছে। এত বছর হয়েছে কেন্দ্রীয় সরকার কোল ব্লক দিয়েছে, অন্যান্য রাজ্যে কাজ শুরু হয়ে গেলেও এইখানে কিছুই হয়নি।”

Next Article