Fraud Case: ৫ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে একই দিনে লক্ষাধিক টাকা উধাও!

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 25, 2023 | 4:38 PM

Fraud Case: আগর গ্রামের বাসিন্দা রণজিৎ রায় পেশায় চাষি। তাঁর বাকি চার ভাই অভিজিৎ রায়,অনিল রায়,অজিত রায়ও চাষবাস করেন। পরিবারের বাকি সদস্য প্রতারিত পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার তাঁদের মোবাইল নম্বরে একটি মেসেজ আসে।

Fraud Case: ৫ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে একই দিনে লক্ষাধিক টাকা উধাও!
প্রতারিতরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর: একই পরিবারের ৫ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব!মোচ এক লক্ষ টাকা লুঠ হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এক নম্বর ব্লকের আগর গ্রামে। কৃষক পরিবারে চরম দুশ্চিন্তা। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

আগর গ্রামের বাসিন্দা রণজিৎ রায় পেশায় চাষি। তাঁর বাকি চার ভাই অভিজিৎ রায়,অনিল রায়,অজিত রায়ও চাষবাস করেন। পরিবারের বাকি সদস্য প্রতারিত পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার তাঁদের মোবাইল নম্বরে একটি মেসেজ আসে। মেসেজে লেখা রয়েছে ‘AEPS cash withdrawal’। এইভাবে দশ হাজার করে কয়েক দফায় টাকা তুলে নেওয়া হয়েছে। কেবল এক জনের অ্যাকাউন্ট থেকে নয়, ওই পরিবারের বাকি চার জনের মোবাইলেও ওই একই মেসেজ আসে। ও তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়।

প্রতারিত পরিবারের সদস্যদের দাবি, বছর খানেক আগে একটি জমি কিনেছিলেন তাঁরা। সেই জমি রেজিস্ট্রি করানোর সময়ে পরিবারের সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। তাঁদের দাবি, ওই ফিঙ্গার ফ্রিন্ট থেকেই টাকা প্রতারণা করা হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনাটি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে। কিন্তু কৃষক পরিবারের এই ধরনের ঘটনায় গ্রামে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

প্রতারিত অভিজিৎ বলেন, “আমরা তো চাষবাস করে খাই। বিশেষ কোনও পুঁজি নেই। আমার ব্যাঙ্কে ১৮ হাজার ৫১৪ টাকাই ছিল। ১৮ হাজার টাকা তুলে নিয়েছে। কেবল ১৪ টাকা পড়ে রয়েছে। আমার দাদাদের অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নিয়েছে। সামান্য জমিয়েছিলাম, অনেক কষ্ট করে। সেটাও চলে গেল।”

Next Article