Ghatal: ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার নিখোঁজ পরিবহন কর্মীর দেহ
Ghatal: কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব। পরে বন্যার জলে পড়ে তলিয়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। NDRF-এর সদস্যরা খোঁজ শুরু করেন। শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন।

পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার দেহ। শুক্রবার সকালে ঘাটালের শ্যামপুর এলাকায় বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম রাজীব সিংহ রায় (৪৩), বাড়ি অজবনগর গ্রামে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজীব পেশায় পরিবহন কর্মী ছিলেন। বন্যার জলে বাড়ি ফেরার পথেই জলে তলিয়ে গিয়েছিলেন বলে দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব। পরে বন্যার জলে পড়ে তলিয়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। NDRF-এর সদস্যরা খোঁজ শুরু করেন। শুক্রবার সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন।
দু’মাস ধরে প্লাবিত ঘাটাল। এক নাগাড়ে বৃষ্টিতে বাড়ছে জল। ইতিমধ্যেই দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা, দূর থেকে ডিঙ্গি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে বানভাসিদের। প্লাবিত ঘাটালে মাঝের মধ্যেই হচ্ছে হালকা ভারী বৃষ্টি, বৃষ্টির কারণে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, পূর্ত দপ্তরের উদ্যোগে ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কে চলছে সরকারি নৌকা পারাপার। জলে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নৌকা ও ডিঙ্গি করে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানভাসি এলাকার লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

