Ghatal: গাছ কেটে চলছিল পাচার, অতর্কিত অভিযানে রুখল প্রশাসন

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 19, 2022 | 1:41 PM

Ghatal: জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকার পার্বতীচক এলাকায় ঝুমি নদীর পাড়ে লাগানো একাধিক গাছ রিন্টু পাল নামে এক ব্যক্তি কাঠ ব্যবসায়ী কাশীনাথকে বিক্রি করেন।

Ghatal: গাছ কেটে চলছিল পাচার, অতর্কিত অভিযানে রুখল প্রশাসন
গাছ কাটার অভিযোগ

Follow Us

পশ্চিম মেদিনীপুর: সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে অবৈধভাবে চলছে পাচার। সেই খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসল প্রশাসন। বুধবার ঘাটাল থানার ওসি ঘাটাল ব্লকের বিডিও, ভূমি দফতরের আধিকারিক থেকে শুরু করে বনদফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। গাছ কাটাও বন্ধ করেন।

জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকার পার্বতীচক এলাকায় ঝুমি নদীর পাড়ে লাগানো একাধিক গাছ রিন্টু পাল নামে এক ব্যক্তি কাঠ ব্যবসায়ী কাশীনাথকে বিক্রি করেন। ফলে ওই কাঠ ব্যবসায়ী গাছ কেটে অন্যত্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা চালায় প্রশাসনের বৈধ অনুমতি ছাড়াই।

আর গাছ কাটার ফলে হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য,অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। মঙ্গলবার সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতে বুধবার ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটালের বিএলআরও দাসপুর সুলতান নগরবিটের রেঞ্জার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। বৈধ অনুমতি না থাকার কারণে গাছ কাটা বন্ধ করার নির্দেশ দেন। যদিও প্রশাসন সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে।

Next Article