Garbeta TMC Clash: নিজেদের দলীয় কার্যালয় ভাঙলেন নিজেরাই, গড়বেতায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে আহত একাধিক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 22, 2022 | 9:54 AM

Garbeta TMC Clash: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চায়ের দোকানে বেশ কয়েকজন বসে চা খাচ্ছিলেন, তখনই ১০-১২ জন বাইকে করে চলে আসেন সেখানে।

Garbeta TMC Clash: নিজেদের দলীয় কার্যালয় ভাঙলেন নিজেরাই, গড়বেতায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে আহত একাধিক
গড়বেতায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল

Follow Us

পশ্চিম মেদিনীপুর: নিজেদের দলীয় কার্যালয় নিজেদেরই ভাঙচুরের অভিযোগ উঠল। গড়বেতায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দু’পক্ষের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটে। আহত হন দুপক্ষের মোট ৬ জন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল গড়বেতার তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের নবকলা গ্রাম। আহতরা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চায়ের দোকানে বেশ কয়েকজন বসে চা খাচ্ছিলেন, তখনই ১০-১২ জন বাইকে করে চলে আসেন সেখানে। অভিযোগ, দুপক্ষের মধ্যে পুরনো কোনও ইস্যু নিয়েই বিবাদ শুরু হয়। কয়েকজন সেখান থেকে পালিয়ে আসেন। তারপরই বিষয়টি হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ, একে অপরের ওপর লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালায়। খবর পেয়ে চলে আসেন অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন একাধিকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়বেতা থানার পুলিশ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের মধ্যে অনেকেরই হাতে ও মাথায় গুরুতর চোট রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঝামেলার মধ্যে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ।

দুপক্ষেরই বক্তব্য, তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। সূত্র মারফত জানা যাচ্ছে, এলাকার দখল নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। সামান্য কিছু ইস্যুতেই তা মাথাচাড়া দিয়ে উঠত। আহত এক তৃণমূল কর্মী বলেন, “আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। বাইক নিয়ে ওরা সব চলে আসে। আমি দোকানদারকে বললাম, দোকান বন্ধ করো, ঝামেলা হবে বলে মনে হচ্ছে। তারপর আচমকাই ওরা মারধর শুরু করল। ল্যাজা, ন্যাটা ওরা সব হামলা চালায়।”

অপর আরেক তৃণমূল কর্মী বলেন, “আমিও ছিলাম ওখানে। কিন্তু আঁচ করতে পেরেছিলাম, কিছু একটা হতে পারে। চলে আসি, তারপর তো শুনি ঝামেলা হয়েছে। আরও অনেকে চলে গিয়েছিল। আমরা সবাই তৃণমূল করি। কিছু একটা বিষয়ে ঝামেলা হয়েছে।” এলাকায় পুুলিশ মোতায়েন রয়েছে।

Next Article