Ghatal Woman: বের করে দিয়েছিলেন স্বামী, ৮ মাস পর তালা ভেঙে ঢুকলেন স্ত্রী

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 18, 2023 | 9:39 AM

Ghatal Woman: ঘাটাল আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবজিৎ দাস ওই গৃহবধূ ও তাঁর মেয়েকে অবিলম্বে শ্বশুর বাড়িতে ফেরানোর নির্দেশ দেন।

Ghatal Woman: বের করে দিয়েছিলেন স্বামী, ৮ মাস পর তালা ভেঙে ঢুকলেন স্ত্রী
বাড়িতে প্রবেশ করলেন মহিলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: ৮ মাস ধরে মেয়েকে নিয়ে ঘুরছেন প্রতিবেশীদের বাড়ি। অবশেষে সুরাহা হল আদালতের হস্তক্ষেপে। তালা ভেঙে প্রবেশ করলেন গৃহবধূ। স্বামী বের করে দিয়েছে বাড়ি থেকে, এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার বিডিও ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বাড়ির একাধিক দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করল গৃহবধূ। তিনি জানিয়েছেন, তাঁর ৩০ বছর বিয়ে হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের রামপুরের ঘটনা। অভিযোগ, পরিতোষ জানা নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী পাপিয়া জানা ও তাঁর মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। স্বামীর বাড়িতে ফেরার জন্য, গ্রামবাসী থেকে শুরু করে শাসক দলের নেতা-কর্মী সবাইকেই জানিয়েছিলেন ওই মহিলা।

সালিশি সভাও বসেছিল গ্রামে। তাতেও কোনও কাজ হয়নি। বাড়িতে তালা লাগিয়ে ভিনরাজ্যে কাজে যোগ দিয়ে চলে যান পরিতোষ। এদিকে অসহায় অবস্থায় পাপিয়া মেয়েকে নিয়ে প্রতিবেশীদের দরজায় দরজায় ঘুরতে বাধ্য হন।

কোনও সুরাহা না মেলায় অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। তাতেই মিলল সুরাহা। ঘাটাল আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবজিৎ দাস ওই গৃহবধূ ও তাঁর মেয়েকে অবিলম্বে শ্বশুর বাড়িতে ফেরানোর নির্দেশ দেন। সেই মতোই প্রায় ৮ মাস পর, ঘাটাল আদালতের নির্দেশে বাড়ির দরজার তালা ভেঙে স্বামীর বাড়িতে প্রবেশ করলেন গৃহবধূ ও তাঁর একমাত্র মেয়ে।

Next Article