Raid in Paschim Medinipur: চোলাই কারবার বন্ধে এসে নাবালককে মারধরের অভিযোগ আবগারি পুলিশের বিরুদ্ধে

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2023 | 12:31 PM

Raid in Paschim Medinipur: ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুর পোলপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হরিশপুর পোলগড়া এলাকায় চোলাই মদ উচ্ছেদে যায় আবগারি পুলিশ। অভিযোগ, সেই সময় অষ্টম শ্রেণির এক নাবালককে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরই প্রতিবাদে পথে নামে স্থানীয় বাসিন্দারা।

Raid in Paschim Medinipur: চোলাই কারবার বন্ধে এসে নাবালককে মারধরের অভিযোগ আবগারি পুলিশের বিরুদ্ধে
পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর: চোলাই মদের অভিযানে বেরিয়েছিল পুলিশ। সেই এক নাবালককে মারধর করার অভিযোগ ওঠে আবগারি পুলিশের বিরুদ্ধে। পড়ুয়ার আঘাত লেগেছে বলে খবর। এই ঘটনার পর পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুর পোলপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হরিশপুর পোলগড়া এলাকায় চোলাই মদ উচ্ছেদে যায় আবগারি পুলিশ। অভিযোগ, সেই সময় অষ্টম শ্রেণির এক নাবালককে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এরই প্রতিবাদে পথে নামে স্থানীয় বাসিন্দারা।

আজ সকাল ১১টা নাগাদ রাস্তার উপর বস্তা-বাঁশ দিয়ে পথ অবরোধ চলে। বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, পুলিশ তল্লাশি চালাচ্ছে ঠিক আছে। তবে সিভিল ড্রেসে এসে যাকে-তাকে মারধর করে যাবে এটা মেনে নেওয়া যায় না। এরপর পুলিশ সিভিল ড্রেসে এসে তল্লাশি করলে তাঁরাও প্রতিবাদ করবেন। হুঁশিয়ারি চোরা কারবারিদের। পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “পুলিশ বলছে আমরা চোরা কারবার করি। আর পুলিশ এসে মারধর করেছে। ওরা নিজেদের পোশাকে যদি আসে ঠিক আছে। সিভিল ড্রেসে এসে মারলে তা আমরা মারব না।”

Next Article