Dilip Ghosh: বিজয়া সম্মিলনীতে তলোয়ার উঁচিয়ে দিলীপ ঘোষ, স্লোগান তুললেন রামের নামে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 13, 2022 | 6:04 PM

Dilip ghosh: জনসংযোগের লক্ষ্যে শাসকদলের মতই বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলনী করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও।

Dilip Ghosh: বিজয়া সম্মিলনীতে তলোয়ার উঁচিয়ে দিলীপ ঘোষ, স্লোগান তুললেন রামের নামে
অস্ত্র হাতে দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: রাম নবমীর পর এবার বিজয়া সন্মেলনী। তলোয়ার বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিজেপির। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের একটি বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানে বিজেপির সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া হয়েছিল তলোয়ার। তার থেকেই তৈরি বিতর্কের।

জনসংযোগের লক্ষ্যে শাসকদলের মতই বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলনী করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। বুধবার খড়গপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল। তাতেই যোগ দিয়েছিলেন দিলীপবাবু। সেখানে দলীয় নেতাকে সংবর্ধনা দেওয়া হয়। আর তার মাঝেই তুলে দেওয়া হয় একটি তলোয়ার। খাপ থেকে সেই তলোয়ার বের করে কর্মীদের সঙ্গে স্লোগানে গলা মেলান দিলীপবাবুও। আর এতেই শুরু বিতর্ক। বিজয়া সম্মেলনীতে তলোয়ার প্রদর্শন নিয়ে বিজেপির সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল। তাদের তরফে তীব্র নিন্দা করা হয়। যদিও বিষয়টিকে গুরুত্ব দেননি দিলীপবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিপ্পনির সুরে দিলীপবাবু বলেন, ‘কা-পুরুষরা বরাবরই তলোয়ার দেখলে ভয় পায়।’ অপরদিকে তৃণমূল সাংসদ শান্তুনু সেন জানিয়েছিলেন, বিজেপির সংস্কৃতী এমন।  এতে অবাক হওয়ার কিছুই নেই।’

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে রাম নবমীতে দিলীপ ঘোষকে অস্ত্র হাতে মিছিল করতে দেখা গিয়েছিল। সেই সময় দিলীপ ঘোষ বলেছিলেন, ‘রামের নামে মিছিলে হাতে অস্ত্র নয় তো কি লাড্ডু থাকবে?’ তাঁর ব্যাখ্যা, রামচন্দ্র যোদ্ধা ছিলেন। তাছাড়া সব দেবদেবীর হাতেই অস্ত্র থাকে। রামের উপাসকদেরও তাই কারও কারও হাতে অস্ত্র থাকলে তাতে আপত্তির কারণ দেখছেন না দিলীপ।

Next Article