Train Accident: আচমকা বালিচক স্টেশনে বিকট আওয়াজ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি
Balichak station: ঘটনার নেপথ্য কারণ নিয়ে রেলের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। রেল ট্র্যাক, ট্রেনের ইঞ্জিনে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে চালকের দিক থেকে কোনও সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বালিচক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার বালিচক স্টেশনে। ওই স্টেশনের উপর দিয়েই রবিবার যাচ্ছিল একটি মালগাড়ি। আনুমানিক সকাল সাড়ে আটটা নাগাদ ডাউন লাইনের পাঁচ নম্বর লুপ লাইনে ঢুকছিল মালগাড়িটি। তখনই ঘটে যায় দুর্ঘটনা। হঠাৎই ওই মালগাড়ির ইঞ্জিন ও দুটি বগির ধাক্কা লাগে প্ল্যাটফর্মে। মুহূর্তেই বিকট আওয়াজে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে। উদ্বেগের আবহ তৈরি হয় যাত্রীদের মধ্যে। শুরুতে কেউই বিশেষ আঁচ করতে পারেননি কোথা থেকে এই আওয়াজ এল। তবে কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনা। ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে মালগাড়িটি।
খবর পাওয়া মাত্রই স্টেশনে ছুটে আসেন রেলের আধিকারিকরা। বালিচক স্টেশন মাস্টার দশরথ বৈরাগি যদিও জানাচ্ছেন, লাইন থেকে চাকা মাটিতে নেমে যায়নি। প্ল্যাটফর্মের সঙ্গে প্রথমে ইঞ্জিনের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই দুটি বগিরও ধাক্কা লাগে। তবে কী কারণে এমনটা হল তা নিয়ে সদুত্তর পাওয়া যায়নি তাঁর কাছে।
ঘটনার নেপথ্য কারণ নিয়ে রেলের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। রেল ট্র্যাক, ট্রেনের ইঞ্জিনে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে চালকের দিক থেকে কোনও সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুুরোদমে শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে বিশেষ প্রভাব পড়েনি। অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকই রয়েছে বলে জানা যাচ্ছে। কোনও লোকাল ট্রেনও দেরিতে চলছে না।
