মেদিনীপুর: ভোটের ময়দানে দু’জন এক অপরের প্রতিদ্বন্দ্বী। সুযোগ পেলেই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবকে কড়া আক্রমণ করতে ছাড়েন না বিজেপির তারকা প্রার্থী হিরণ। তবে আজ দেবের হেলিকপ্টার বিভ্রাটের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন হিরণও। বিজেপির তারকা প্রার্থী বললেন, “আজ দুর্ঘটনার খবর পেয়ে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপর খবর নিয়েছি। জানলাম, সেরকম কিছু ঘটনা ঘটেনি। ঈশ্বরের কৃপায় তিনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, উনি দেবকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি যেন সব সময় তাঁকে এভাবেই রক্ষা করেন।”
উল্লেখ্য, এবারের ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল ঘাটাল। দু’বারের সাংসদ দেবকে এবারও ঘাটাল থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। তৃণমূলের তারকা প্রার্থীর বিপরীতে ভোটে লড়ছেন বিজেপির আর এক তারকা প্রার্থী হিরণ। রাজনীতির ময়দানে দেবকে এক ইঞ্চিও ছেড়ে কথা বলেন না হিরণ। তবে আজ দেবের হেলিকপ্টার বিভ্রাটের খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনিও।
শুক্রবার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মালদায় এক প্রচার কর্মসূচিতে গিয়েছিলেন দেব। সেই সময়েই মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে হেলিকপ্টার রওনা দেওয়ার পরই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল বলে খবর। ঘটনার তাৎক্ষণিকতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থীও। পরিস্থিতি বুঝে দ্রুত হেলিকপ্টার নামানো হয় মালদার বিমানবন্দরে। দেবের হেলিকপ্টার বিভ্রাটের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ফোন করেন এবং খোঁজখবর নেন।