Pythonidae: ভারী-ভারী লাগছিল প্রথম থেকেই, পরে জালে উঠল পেল্লাই আকৃতির পাইথন

West Bengal: সকাল-সকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের ঘটনা।

| Updated on: Jun 19, 2022 | 12:54 PM
মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। হঠাৎ জালে পড়ল টান। প্রথমে ভেবেছিলেন হয়ত ভারী কিছু উঠে পড়েছে। পড়ে জাল উপরে তুলতেই আঁতকে উঠলেন তাঁরা।

মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। হঠাৎ জালে পড়ল টান। প্রথমে ভেবেছিলেন হয়ত ভারী কিছু উঠে পড়েছে। পড়ে জাল উপরে তুলতেই আঁতকে উঠলেন তাঁরা।

1 / 5
সকাল-সকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের ঘটনা।মাছ ধরার জালে পড়ল বিশাল আকারের পাইথন। যার আনুমানিক ওজন ৩০ কিলো।

সকাল-সকাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের ঘটনা।মাছ ধরার জালে পড়ল বিশাল আকারের পাইথন। যার আনুমানিক ওজন ৩০ কিলো।

2 / 5
জানা গিয়েছে, গ্রামের একটি জলাশয়ে মাছ ধরার জালে আটকে পড়ে পাইথন, আজ সকালে অসুস্থ  পাইথন উদ্ধার করে তার চিকিৎসার জন্য চিকিৎসক  এনে তার শারীরিক পরিক্ষা করায় ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান।

জানা গিয়েছে, গ্রামের একটি জলাশয়ে মাছ ধরার জালে আটকে পড়ে পাইথন, আজ সকালে অসুস্থ পাইথন উদ্ধার করে তার চিকিৎসার জন্য চিকিৎসক এনে তার শারীরিক পরিক্ষা করায় ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান।

3 / 5
ঘটনার পর খবর দেওয়া হয় বনদফতরে। এলাকার মানুষের দাবি বনদফতর পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাক।

ঘটনার পর খবর দেওয়া হয় বনদফতরে। এলাকার মানুষের দাবি বনদফতর পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাক।

4 / 5
তবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও বনকর্মীরা না আসায় এলাকাবাসী পাইথনটি ছেড়ে দেয় গভীর জঙ্গলে।

তবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও বনকর্মীরা না আসায় এলাকাবাসী পাইথনটি ছেড়ে দেয় গভীর জঙ্গলে।

5 / 5
Follow Us: