Skeleton Recovered: রাজ্য সড়কের ধারে ঝোপের মধ্যে মানব কঙ্কাল! ব্যাপক চাঞ্চল্য

Debabrata Sarkar | Edited By: অংশুমান গোস্বামী

Oct 14, 2023 | 10:30 PM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তনুয়া বাঁধ সংলগ্ন একটি ঝোঁপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। সেই দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মানব কঙ্কাল এবং হাড় ছড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কঙ্কালের পাশাপাশি মানি ব্যাগ, জুতো পড়ে থাকতেও দেখা গিয়েছে সেখানে। মোহনপুর থানার পুলিশ এসে সেগুলি সব উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।

Skeleton Recovered: রাজ্য সড়কের ধারে ঝোপের মধ্যে মানব কঙ্কাল! ব্যাপক চাঞ্চল্য
উদ্ধার হওয়া কঙ্কাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

মোহনপুর: রাজ্য সড়কের পাশে রয়েছে ঝোপঝাড়। সেখান থেকেই উদ্ধার হল মানব দেহের খুলি ও হাড়গোড়। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া এলাকায়। মানব কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে কোথা থেকে ওই কঙ্কাল এল, কঙ্কালটি কার- সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এই সব প্রশ্নের উত্তর পেতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তনুয়া বাঁধ সংলগ্ন একটি ঝোঁপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। সেই দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মানব কঙ্কাল এবং হাড় ছড়িয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কঙ্কালের পাশাপাশি মানি ব্যাগ, জুতো পড়ে থাকতেও দেখা গিয়েছে সেখানে। মোহনপুর থানার পুলিশ এসে সেগুলি সব উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী অরুয়া গ্রামের লক্ষীকান্ত নামে এক যুবক গত ২২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি ওই উদ্ধার হওয়া মানবদেহের কঙ্কাল ওই যুবকের। যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মোহনপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কাল ওই যুবকেরই কিনা তাও খতিয়ে দেখা হয়েছে।

Next Article