Ghatal Drinking Water: টিভি৯ বাংলার খবর প্রকাশের ১ সপ্তাহের মধ্যে হল কাজ, পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ৫০ পরিবার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2022 | 12:05 PM

Paschim Medinipur: খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন।এক সপ্তাহের মধ্যেই ওই গ্রামের লোকজন পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বলে জানা গিয়েছে।

Ghatal Drinking Water: টিভি৯ বাংলার খবর প্রকাশের ১ সপ্তাহের মধ্যে হল কাজ, পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ৫০ পরিবার
পানীয় জলের সমস্যার সমাধান (নিজস্ব ছবি)

Follow Us

ঘাটাল: দীর্ঘদিন ধরেই পানীয় জলের (Drinking Water) অভাবে ভুগছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের(Ghatal) ৫০টি পরিবার। গ্রামবাসীদের দাবি ছিল বারাবার বলেও কোনও সমস্যার সমাধান হচ্ছিল না। সেই খবর তুলে ধরে টিভি ৯ বাংলা। খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন।এক সপ্তাহের মধ্যেই ওই গ্রামের লোকজন পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, খবর প্রকাশের পরেই এলাকায় নতুন করে টিউবেল বসানো শুরু করেছে গ্রাম পঞ্চায়েত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন কল দিয়ে জল বের হওয়া শুরু হবে বলে দাবি গ্রাম পঞ্চায়েতের।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের প্রায় ৫০ টি পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যাই ভুগছিলেন। গ্রামবাসীদের দাবি ছিল, এই সমস্যা প্রশাসনিক মহলে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। পানীয় জলের জন্য যেতে হয় অন্যত্র, রাগে এলাকাবাসী আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেন।

পানীয় জল সমস্যার সেই ছবি উঠে আসে টিভি৯ বাংলার ক্যামেরায়। সেই খবর প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। খবর প্রকাশের এক সপ্তাহের মধ্যেই এলাকায় নতুন করে টিউবওয়েল বসানো শুরু করেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। অপরদিকে, নতুন টিউবেল পেয়ে খুশি ওই পরিবারগুলিও।

স্থানীয় এক গ্রামবাসী বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা জল পাচ্ছিলাম না। অনেক প্রতিবাদ করেছি, ডেপুটেশন জমা দিয়েছি। এরপর মিডিয়া আসে। খবরে দেখানোর পর এই এক সপ্তাহ হল কল বসানো হয়েছে। এখন দেখি জল কবে পড়ে।” অপরদিকে, এই নিয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ বারিক বলেন, “ওই এলাকায় পানীয় জলের সমস্যা নজরে আসতেই আমরা তৎপরতার সঙ্গে সেই সমস্যার সমাধানের পথে হেঁটেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন কল দিয়ে জল বের হবে।”

Next Article