Junior Doctor in Protest: সাসপেনশনের প্রতিবাদ! শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তারেরা

Debabrata Sarkar | Edited By: জয়দীপ দাস

Jan 16, 2025 | 10:57 PM

Junior Doctor in Protest: জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, যতদিন না পর্যন্ত এই সাসপেনশন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত জরুরি বিভাগ-সহ সমস্ত বিভাগে কর্মবিরতি চলবে। অন্যদিকে স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো স্যালাইন কাণ্ডে আবার ১২ জন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে গিয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়।

Junior Doctor in Protest: সাসপেনশনের প্রতিবাদ! শুক্রবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তারেরা
ফের প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

মেদিনীপুর: বড় পদক্ষেপের পথে জুনিয়র ডাক্তারেরা। ফের পূর্ণ কর্মবিরতির ডাক। শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ণ কর্মবিরতির ডাক মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের। প্রসঙ্গত, স্যালাইন কাণ্ডের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন জুনিয়র ও ৬ জন সিনিয়র ডাক্তার রয়েছেন। সেই সাসপেনশনের বিরুদ্ধেই এবার এককাট্টা জুনিয়র ডাক্তারেরা। এদিন প্রায় ৪ ঘণ্টা বৈঠকের পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। 

জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বক্তব্য, যতদিন না পর্যন্ত এই সাসপেনশন প্রত্যাহার করা হবে ততদিন পর্যন্ত জরুরি বিভাগ-সহ সমস্ত বিভাগে কর্মবিরতি চলবে। অন্যদিকে স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো স্যালাইন কাণ্ডে আবার ১২ জন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে গিয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়। 

সূত্রের খবর, যে ডাক্তারদের নাম স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সাসপেনশনের তালিকায় নাম রয়েছে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে CMOH এর মাধ্যমে। এরইমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ এসে গিয়েছেন সদ্য সদ্য দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ইন্দ্রনীল সেন। এদিন বিকালেই তাঁকে ট্রান্সফার অর্ডার দেয় রাজ্য সরকার। বৃহস্পতিবারই মেদিনীপুরে পৌঁছবার নির্দেশ দেওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানা যাচ্ছে। এখন দেখার অচলাবস্থা শুরু হলে জট কাটতে কতদিন লাগে। 

Next Article