Medinipur: আপাতত পূর্ণ কর্মবিরতির পথে যাচ্ছেন না মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2025 | 11:04 PM

Medinipur: কর্ম বিরতি ইস্যুতে দ্বিধাবিভক্ত প্রতিবাদী চিকিৎসকরা । শনিবার থেকে অবস্থান বিক্ষোভের মাধ্যমে এই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সাধারণ মানুষের পরিষেবার কথা মাথায় রেখে চিকিৎসকরা কিছু পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Medinipur: আপাতত পূর্ণ কর্মবিরতির পথে যাচ্ছেন না মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: আপাতত পূর্ণ কর্মবিরতির পথে যাচ্ছেন না মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা বৈঠকের পর নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা।  শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি। রোগী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রেখেই আপাতত আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। তবে আগামীকাল থেকে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা।

কর্ম বিরতি ইস্যুতে দ্বিধাবিভক্ত প্রতিবাদী চিকিৎসকরা । শনিবার থেকে অবস্থান বিক্ষোভের মাধ্যমে এই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে সাধারণ মানুষের পরিষেবার কথা মাথায় রেখে চিকিৎসকরা কিছু পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুতে তোলপাড় রাজ্য,  চিকিৎসকদের গাফিলতির তত্ত্ব খাড়া করেছেন স্বাস্থ্য়মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্যালাইনকাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে ৬ জন সিনিয়র, ৬ জন জুনিয়র চিকিৎসক। যে চিকিৎসকদের সাসপেন্ড করা হল, তাঁদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ডেড চিকিৎসকরা হলেন, সৌমেন দাস, দিলীপ কুমার পাল, হিমাদ্রী নায়েক, মহম্মদ আলাউদ্দিন, জয়ন্ত কুমার রাউত, পল্লবী বন্দ্যোপাধ্যায়, মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মণীশ কুমার, জাগৃতি ঘোষ। কিন্তু প্রথম থেকেই মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের তরফে দাবি করা হচ্ছিল, স্যালাইন, ড্রাগের কারণেই এই মৃত্যু! সাসপেনশনের প্রতিবাদ আন্দোলনে চিকিৎসকরা।

Next Article