খড়্গপুর: খড়্গপুর শহরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে কাউন্সিলর বান্তা মুরুলির স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। ভোট আবহে, যেখানে ইতিমধ্যেই রাস্তায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যেই ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বান্তা মুরলীর বাড়িতে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা গিয়েছে. মঙ্গলবার রাতে ৪ অজ্ঞাত পরিচয় যুবক মুখে মাস্ক বেঁধে বান্তা মুরলির রেল কোয়ার্টারে ঢুকে পড়েন। সেই সময় বান্তা বাড়িতে ছিলেন না।কাউন্সিলরের স্ত্রী বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতীরা ঘরে ঢুকে বিজয়ার হাত-পা বেঁধে দেন এবং তাঁর গায়ের গয়না বলপূর্বক খুলে নেন। এছাড়াও আলমারি ভেঙে আরও গয়না এবং নগদ টাকা বের করে নেন ।
বিজয়া জানান, দুষ্কৃতীরা ঘরে ঢুকেই বান্তার খোঁজ করেন। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাই দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পর আতঙ্কে তাদের পিছনে যাওয়ার কথা ভাবেননি। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্তা মুরলী বলেন, এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে । এই ধরনের ঘটনা আরও ঘটেছে। তা নিয়ে পুলিশকেও তিনি জানিয়েছিলেন। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।