Debra: মাঝ রাস্তায় ‘রোগী’ রেখে বিক্ষোভ, ভোট বয়কটের ডাক

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 20, 2024 | 4:22 PM

Debra: মঙ্গলবার রাত থেকে চলছে টানা বৃষ্টি তার জেরেই রাস্তায় চলাচল হয়ে দাঁড়িয়েছে অযোগ্য। তাই রাস্তার ধানের চারা রোপণ ও রোগী সাজিয়ে খাটিয়ায় করে নিয়ে রাস্তার উপর রেখে অভিনব কায়গায় বিক্ষোভ করছেন এলাকার মানুষ।

Debra: মাঝ রাস্তায় রোগী রেখে বিক্ষোভ, ভোট বয়কটের ডাক
ডেবরায় রাস্তা খারাপের প্রতিবাদে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর:  বসন্ততেও ভরা বর্ষার অবস্থা। রাস্তার বেহাল দশা। রোগী সাজিয়ে, ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ। ঘটনা ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা অঞ্চলের পটলডাঙা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল। বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ১৫ টি আশপাশের গ্রামের ৬ হাজার মানুষের যাতায়াত। বহুবার এই রাস্তা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা ঘটেছে তবুও হুঁশ নেই প্রশাসনের। বৃষ্টি হলেই কাদা রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র ছাত্রী থেকে রোগীদের।

মঙ্গলবার রাত থেকে চলছে টানা বৃষ্টি তার জেরেই রাস্তায় চলাচল হয়ে দাঁড়িয়েছে অযোগ্য। তাই রাস্তার ধানের চারা রোপণ ও রোগী সাজিয়ে খাটিয়ায় করে নিয়ে রাস্তার উপর রেখে অভিনব কায়গায় বিক্ষোভ করছেন এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ ভোট এলেই নেতারা আসেন প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর নেতাদের দেখা পাওয়া যায় না। এলাকাবাসীরা আরও বলেন, “রাস্তা না হলে আমরা ভোট বয়কট করবো, আগে রাস্তা তারপর ভোট।”

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক দেবাশিস পাত্রের অভিযোগ, তৃণমূল সরকার বা নেতারা শুধু চুরি নিয়ে ব্যস্ত থাকেন। তারা রাস্তাঘাট খারাপ মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের নজর থাকে না । তবে এলাকাবাসীদের ভোট বয়কটের কথা প্রসঙ্গে তিনি বলেন ভোট বয়কট করা ঠিক না ।

Next Article