খড়গপুর: প্রায় ছ’বছর পর বেকসুর খালাস হলেন খড়গপুরের ‘ত্রাস’ শ্রীনু নাইডু খুনের অভিযুক্তরা। ধৃত তেরো জনকেই বেকসুর খালাস করে দেন বিচারক। মঙ্গলবার দুপুরে তাঁদের খালাস করল মেদিনীপুর আদালত। তবে খুনের ঘটনায় বিচারকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সরকারি পক্ষের আইনজীবী সমর কুমার নায়েক।
বস্তুত, রেলশহর খড়গপুরের ‘ত্রাস’ হিসাবে চিহ্নিত ছিলেন শ্রিনু নাইডু। ২০১৭ সালের ১১ই জানুয়ারি বিকেল নাগাদ খড়গপুর নিফ সেটেলমেন্ট এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্যালয়ের ভিতর দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। শুধু তাই নয়, মৃত্যু হয়েছিল শ্রীনুর ডান হাত ধর্মা রাও। জখম হয়েছিলেন আরও তিনজন। ঘটনার পর থেকে শুরু হয় তদন্ত।
২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের তানুকা থেকে গ্রেফতার হন বাসব রামবাবু নামে এক ব্যক্তি। এরও প্রায় ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা পড়ে মেদিনীপুর আদালতে। সেখানে বাসবের পাশাপাশি আরও ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। তবে খুনের এই ঘটনায় পলাতক আরও এক অভিযুক্ত।
দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে মঙ্গলবার দুপুরে ঘোষণা হল এই মামলার রায়।