গড়বেতা: ভোটের দিন যত এগিয়ে আসছে, তত তেতে উঠছে বাংলার রাজনীতি। এবার এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। আক্রান্ত সিপিএম কর্মীর নাম নিয়ারাজ মণ্ডল। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠছে। বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এমনকী দিল্লির রাজনীতির অলিন্দেও চর্চা হচ্ছে বাংলার প্রাক-নির্বাচনী পরিস্থিতি নিয়ে। আজও সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই নিয়ে মুখ খুলেছেন।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের অন্তর্গত সোনারবার এলাকা। সেখানে সিপিএমের টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে ভোট ময়দানে নেমেছেন সুখী টুডু। জানা যাচ্ছে, সোমবার সন্ধেয় ওই প্রার্থীর বাড়িতে গিয়েছিলেন নিয়ারাজ মণ্ডল। ভোটের প্রস্তুতি সংক্রান্ত কাজকর্ম ছিল। কিছু কাগজপত্র ওই প্রার্থীর বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখান থেকে বেরিয়ে বাইকে চাপার সময়েই একদল দুষ্কৃতী নিয়ারাজের উপর চড়াও হয়। দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি-বাঁশ। সেই সব দিয়ে ওই সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর এই গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।
সিপিএম শিবিরের বক্তব্য, তৃণমূল ভয় পেয়েছে। তারা এলাকায় হেরে যাবে ধরে নিয়েই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বামেদের। যদিও ওই সিপিএম কর্মী আক্রান্ত হওয়ার পিছনে তৃণমূলের কোনও হাত নেই বলেই দাবি শাসক দলের। তারা পাল্টা এই ঘটনার পিছনে সিপিএমের অন্তর্কলহের তত্ত্বই উস্কে দিচ্ছেন। তবে ভোটের মুখে এই ধরনের ঘটনায় এলাকাবাসীদের মনেও চাপা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।