Kharagpur Station: খড়গপুর স্টেশনে ঘটে গেল বড় ঘটনা, মেনে নিতে পারছেন না কেউ
Kharagpur Station: রেল পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই 'অমৃত ভারত' প্রকল্পের কাজ চলছে খড়গপুর স্টেশনে। সেই কাজের সূত্রেই স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম।

খড়গপুর: হইহই কাণ্ড খড়গপুরে। রক্তে ভেসে যাচ্ছে প্ল্যাটফর্ম। স্টেশনে আসা মানুষজন বুঝতে পারছেন না কী করবেন। কেউ বলছেন, “আহা বাচ্চাটা আর বাঁচবে না…।” কেউ-কেউ আবার ক্ষোভ উগরে দিচ্ছেন রেলের উপর। কিন্তু এইসবের মধ্যেই যা হওয়ার তা হয়ে গিয়েছে। খড়গপুর স্টেশনে মৃত্যু বছর আটের নাবালকের। লোহার বিম শরীরের উপর পড়ে গিয়ে মৃত্যু ওই নাবালকের।
রেল পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ চলছে খড়গপুর স্টেশনে। সেই কাজের সূত্রেই স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল বিশাল একটি লোহার বিম। সেই বিমটিকে ধরেই খেলছিল বছর আটের ওই ভবঘুরে নাবালক। হঠাৎই ওই বিম পড়ে যায় তার শরীরের উপর। আর তাতেই পিষ্ট হয়ে যায় ওই নাবালক। সঙ্গে সঙ্গেই রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে নাবালককে। জানা গিয়েছে, ওই নাবালকের পরিবার স্টেশন চত্বরেই থাকত।
‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী ৫৫৪টি রেলস্টেশন সংস্কার করেছেন। ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই স্টেশনগুলির পুনর্নির্মাণে কোটি-কোটি টাকা খরচ হবে। এই অমৃত ভারত প্রকল্পের অন্যতম হল খড়গপুর স্টেশন। এই স্টেশনটিকেও ভেঙেচুড়ে নয়া ধাঁচে তৈরি করা হচ্ছে। ব্যবহার করা হবে উন্নতমানে প্রযুক্তি।

