হলদিয়া: পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে ফের একবার সরব হল তৃণমূল (TMC) কংগ্রেস। হলদিয়ায় দাঁড়িয়ে অধিকারী পরিবারকে আক্রমণ করতেও ছাড়লেন না কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে কেলেঙ্কারির প্রসঙ্গে তিনি স্পষ্ট বললেন, ‘দোষীদের পাশে দাঁড়াব না।’ শুক্রবার হলদিয়ার মাখনবাবুর বাজারে সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ, রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়ার শহর তৃণমূল সভাপতি স্বপন নস্কর সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতা।
এদিনের সভায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারকে কটাক্ষ করেন মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘হলদিয়ায় শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে। হলদিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অলিখিত প্রাচীর তৈরি হয়েছিল। ঠিকাদাররাজ তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ভেঙে দিয়েছেন। যে কারণে শ্রমিক নিয়োগে স্বচ্ছতা এসেছে।’ যা অধিকারী আমলে ছিল না বলেই মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, নতুন তৃণমূলের মতো মানুষ নতুন হলদিয়া দেখতে পাবে। মানুষকে উন্নততর হলদিয়া উপহার দেবে এই সরকার। হলদিয়া নন্দীগ্রাম সেতু তৈরি হবে বলেও আশ্বাস দিয়েছেন কুণাল। তাঁর দাবি, হলদিয়া পুরসভার ২৯টি আসনে জয় পাবে তৃণমূল।
বিজেপিকে কড়া জবাব দিয়ে কুণাল উল্লেখ করেন, ‘রাজ্যে প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর কাজ হয়েছে।’ তাঁর কথায়, ‘কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আমরা ভুল শুধরে নেব।’ সেই সঙ্গে এদিন তিনি পরিস্কার ভাবে জানিয়ে দেন, ‘যাঁরা দোষী, তাঁদের পাশে দাঁড়াবে না দল। তবে ভুল নিয়ে বিজেপি, সিপিএমের সমালোচনার অধিকার নেই। কোনও ভুল করলে মাথা পেতে তা স্বীকার করে নিয়ে শুধরে নেব আমরা।’
পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে কুণাল বলেন, ‘ব্যাঙ্ক, এলআইসি-কে আদানিদের কাছে বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করছে না বলেও দাবি করেন তিনি।