চন্দ্রকোনা: কয়েক মাস আগে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসবাস করতে শুরু করেন তিন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আজ সকালে তাদের মধ্যে একজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী দাবি করছেন, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকরা এলাকায়।
জানা গিয়েছে, ঝাঁকরা এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে কয়েক মাস আগে থাকতে শুরু করেন গৌতম মণ্ডল নামে এক ব্যক্তি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর দেখাদেখি পরে গৌতমবাবুর দুই ভাই গৌরাঙ্গ মণ্ডল ও শিবশঙ্কর মণ্ডলও থাকতে শুরু করেন। এদের সকলের বাড়িই চন্দ্রকোনা থানারি বাগপোতা এলাকায়।
এরপর আজ সকালে গৌরাঙ্গকে পার্টি অফিসের ভিতরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাকি দুই ভাই। তড়িঘড়ি তাঁরা বাইরে এসে খবর দেন বাকি স্থানীয় বাসিন্দাদের। আশপাশের লোকজন এসে ভিড় বাড়াতে শুরু করেন। এলাকায় আসে চন্দ্রকোনা থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। আত্মহত্যার ঘটনায় গৌতম মণ্ডল বলেন, “আমি পার্টি অফিসের হোলটাইমার। এই ভাইয়ের চিকিৎসা চলছিল। স্কুলের মিড ডে মিলের খাবার খেতেন। এখানেই থাকতেন। ভোরে উঠে দেখি গামছা গলায় বেঁধে ঝুলছেন। উনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী।”