Medinipur: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক সিভিক ভলেন্টিয়র

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 12, 2024 | 4:20 PM

Medinipur: এরপর তড়িঘড়ি তাঁকে প্রথমে মোহাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় সবং হাসপাতালেই সিভিক কর্মীর মৃত্যু হয়।

Medinipur: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক সিভিক ভলেন্টিয়র
আত্মঘাতী সিভিক ভলান্টিয়র
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক সিভিক ভলেন্টিয়র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় এলাকায়। মৃত সিভিক কর্মী সবং থানায় কর্মরত ছিলেন। তাঁর নাম কার্তিক চন্দ্র মণ্ডল (৩৫)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে কার্তিক ও তাঁর স্ত্রীর মধ্যে বনিবনা চলছিল। রবিবার রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়। ঝগড়ার সময় রাগের বশে কার্তিক বাড়িতেই বিষপান করে।

এরপর তড়িঘড়ি তাঁকে প্রথমে মোহাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় সবং হাসপাতালেই সিভিক কর্মীর মৃত্যু হয়।

ঘটনায় শোকের ছায়া ছায়া নেমে এসেছে এলাকায়। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত সকলে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করেছে পুলিশ। স্ত্রীর সঙ্গে কী নিয়ে অশান্তি, বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article