Medinipur: ওড়নার আড়ালে প্রথমে ১৪ বছরের কিশোরীকে দেখা যায়, যুবককে ওই অবস্থায় দেখেই ঢি পড়ল গ্রামে

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2023 | 11:49 AM

Medinipur: সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু'নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়। 

Medinipur: ওড়নার আড়ালে প্রথমে ১৪ বছরের কিশোরীকে দেখা যায়, যুবককে ওই অবস্থায় দেখেই ঢি পড়ল গ্রামে
মেদিনীপুরে আত্মঘাতী যুবক যুবতী
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: চোদ্দো বছরের মেয়েটাকে প্রথম দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গাছের ডালে পেঁচিয়ে ওড়নার একপ্রান্ত বাঁধা গলায়। জঙ্গলের ঝোপের ফাঁক দিয়ে এমনভাবে দেহটা দেখা ছিল যাতে পিছনের যুবককে দেখা যাচ্ছিল না তখনও। কাছে যেতেই দেখা যায় ওড়নার ওপর প্রান্তের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আরও এক যুবক। সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু’নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সোমবার সকাল আটটা নাগাদ আমশোলের জঙ্গলে পাশের রাস্তা দিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা যাচ্ছিলেন। তাঁদেরই কয়েকজন এক কিশোরীকে গাছের ডালে ঝুলতে দেখেছিলেন। কাছে গিয়ে তাঁরা দেখেন, ওই গাছেই একইসঙ্গে ঝুলছে আরও এক যুবকও।

গ্রামের খবর চাউর হতেই গ্রামবাসীরা তাঁদের দেখতে আসে। দু’জনকেই চিনতে পারেন তাঁরা। এলাকারই ছেলে-মেয়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে।  খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর থানার বৈতাল এলাকায়। বর্ষার বয়স কোতুলপুর থানা এলাকায়।পুরো ঘটনায় চাঞ্চল্য । পুলিশ তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রেমঘটিত কারণেই এই ঘটনা। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article