মেদিনীপুর: রেশন সামগ্রী নিয়ে চলছে অবৈধ ব্যবসা। অভিযোগে সরগরম মেদিনীপুর। অভিযোগ, রেশনে দেওয়া সরকারি আটা, চাল ফড়েদের মাধ্যমে চলে আসছে আড়তদারের কাছে, আর সেই রেশনে দেয়া সরকারি আটা,চাল নিয়েই চলছে রমরমা ব্যবসা, গোডাউনে ভর্তি করা হচ্ছে সরকারি আটা,চাল। সরকারি লেবেল লাগানো আটার প্যাকেট কেটে আটা মজুত করা হচ্ছে বড় বড় বস্তায়। আবার সেই বস্তাই অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে অন্যত্র। হয়তো সেই আটা ঘুরপথে বিভিন্নভাবে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, হয়তো সেই মেয়াদ উত্তীর্ণ আটা ঘুরপথে আসছে আপনার আমার বাড়িতে। এমনই রেশনে দেওয়া সরকারি লেবেল সাঁটানো আটা রমরমা ব্যবসার ছবি উঠে এল TV9 বাংলার ক্যামেরায়।
পশ্চিম মেদিনীপুর জেলা রামজীবনপুর পৌর এলাকার রাজ্য সড়কের ধারে বেশ কয়েকটি বড় বড় গোডাউন দেখা যাবে আর সেখানেই ব্যবসা চলছে। কিন্তু এই আটা আসছে কোথা থেকে, খোঁজখবর নিয়ে জানতে পারা যায় রেশনের মাধ্যমে যে আটা দেওয়া হয়, সেই আঠা ঘুরপথে ফেরিওয়ালাদের মাধ্যমে বিক্রি করা হয়। তারপরে সেই আটা চলে আসে এই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছে। জানা যাচ্ছে, তাঁরা আবার এই আটা মজুদ করে সরকারি লেভেল বাদ দিয়ে বস্তায় মজুত করে বিক্রি করছেন অন্যত্রে।
প্রশ্ন উঠছে, প্রশাসন কি আদৌ এই বিষয়ে কিছু জানে না? যদিও সরকারি আটা বিক্রি বিষয়ে চন্দ্রকোণা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, “বিষয়টি শুনলাম। দ্রুত পুলিশ প্রশাসনকে বলব বিষয়টি দেখার জন্য।” কিন্তু এই ভাবে কি প্রশাসন তার এড়িয়ে যেতে পারে, প্রশ্ন থেকেই যাচ্ছে।