মেদিনীপুর: স্বপ্নে আদেশ দিয়েছিল দেবী, পুজো করতে, সেই থেকেই শুরু হয় পুজো। ৩০০ বছরের বেশি সময় ধরে তাই কালী পূজা করে আসছে খড়ারে মণ্ডল পরিবার।পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার মণ্ডল পরিবারে ৩০০ বছর ধরে চলে আসছে কালীপূজা।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, হুগলি জেলা থেকে কাঁসা-পিতলের ব্যবসা করতে খড়ারে এসেছিল মণ্ডল পরিবার। সেই থেকে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।কথিত আছে, তৎকালীন সময়ের বোনেদি বাড়ি হওয়ায় মা দূর্গার পুজো শুরু করেন তাঁরা। সেই সময় একদিন দুপুরে এক ভিখারি এসে খেতে চাইলে মন্দিরের পরিচারিকা তাড়িয়ে দেন সেই ভিখারিকে। সেই রাতেই মন্ডল পরিবারের এক সদস্য স্বপ্নাদেশ পান।
তারপর থেকে আর দুর্গারূপে নয়, কালী রূপে পূজিত হন দেবী। স্বপ্নাদেশ পেয়েই শুরু হয় কালীপূজা ও ছাগবলি। সেই থেকেই চলে আসছে এই পারিবারিক পূজো,পরে পূজোর দালানের সংস্কার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, আগের মতো পুজোর জৌলুস না থাকলেও ৩০০ বছরের রীতি মেনে চলছে পুজো পাঠ,পরিবারের সকল সদস্যরা পূজাতে এক সঙ্গে মিলিত হন। দেওয়া হয় প্রায় ৪০ টির বেশি ছাগ বলি। খড়ারে এই পারিবারিক পুজো আজও ঐতিহ্যবহন করে চলেছে।