Medinipur: বাস থেকে নামতেই বাকি যাত্রীদের চিৎকার, মহিলা আরও আঁকড়ে ধরলেন কোলের সন্তানকে

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 26, 2024 | 4:48 PM

Medinipur: বেসরকারি একটি বাস ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। সেই বাসেই রানিচকের বাসিন্দা সুপ্রিয়া সি ঘাটাল থেকে পাঁশকুড়া যাচ্ছিলেন।  আর সেই বাসেই এক মহিলা তাঁর ব্যাগ থেকে টাকা ও কাগজপত্র বের করে নেন।

Medinipur: বাস থেকে নামতেই বাকি যাত্রীদের চিৎকার, মহিলা আরও আঁকড়ে ধরলেন কোলের সন্তানকে
মহিলা পকেটমার পাকড়াও
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: বাসে সেরকম একটা ভিড় ছিল না। সিটে পাশেই বসে ছিলেন মহিলা। বাসের অন্যান্য যাত্রীরা দেখতে পেয়েছিলেন প্রায় ইচ্ছা করেই ভদ্রমহিলার ব্যাগের ওপর গায়ের চাদরটা হালকা করে ফেলে দেন মহিলা। প্রথমে যাত্রীরা বিষয়টিতে খুব একটা বেশি আমল দেননি। কিন্তু মহিলা বাস থেকে নামতেই ওই মহিলা চিৎকার করতে থাকেন, ‘টাকা নেই’। ওই মহিলা ততক্ষণে বাস থেকে নেমে হাঁটা লাগিয়েছেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাসে। বাকি যাত্রীরাও বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলেন। বাস থামিয়ে ধাওয়া করেন ওই মহিলাকে। যেমন সন্দেহ, তেমনটাই! মহিলার হাতের মুঠোয় তখনও ছিল টাকা। এক মহিলা পকেটমারকে হাতেনাতে ধরলেন বাসের যাত্রীরা। ঘটনাটি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বকুলতলা এলাকায়।

জানা গিয়েছে,  বেসরকারি একটি বাস ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। সেই বাসেই রানিচকের বাসিন্দা সুপ্রিয়া সি ঘাটাল থেকে পাঁশকুড়া যাচ্ছিলেন।  আর সেই বাসেই এক মহিলা তাঁর ব্যাগ থেকে টাকা ও কাগজপত্র বের করে নেন।

যাত্রীদের বয়ান অনুযায়ী, সেই টাকা নিয়েই বকুলতলা বাসস্ট্যান্ডে নেমে পালিয়ে যাচ্ছিল ওই মহিলা । ঠিক সেই সময়ই বাসের অপর যাত্রীরা লক্ষ্য করেন।  বাস থামিয়ে ওই মহিলাকে ধাওয়া করেন বাকি যাত্রীরা। খবর যায় দাসপুর থানায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দাসপুর থানার পুলিশ।

পুলিশ গিয়ে  ওই মহিলাকে দাসপুর থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই ওই মহিলার ব্যাগ থেকে টাকা উদ্ধার হয়েছে।তবে ভরদুপুরে বাস থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Next Article