Medinipur: দীর্ঘদিনের বন্ধ পোড়াবাড়িতে মাঝরাতে কান্নার শব্দ, ১৫ ফুট গর্তেই লুকিয়ে ছিল রহস্য!

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 16, 2023 | 4:55 PM

Medinipur VIDEO: একটি বন্ধ বাড়িতে থেকে কুকুরের কান্নার আওয়াজ আসছিল। প্রতিবেশীরা মনে করেন হয়তো বা স্ট্রিট ডগের কান্না। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, এক সঙ্গে কয়েকটি কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। দমকল গিয়ে বাড়ির ভিতরের ১৫ ফুট গর্তের ভিতর থেকে উদ্ধার করে মা কুকুর ও তার ছ'টি বাচ্চাকে।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার কালিকাপুর এলাকার ঘটনা।

Medinipur: দীর্ঘদিনের বন্ধ পোড়াবাড়িতে মাঝরাতে কান্নার শব্দ, ১৫ ফুট গর্তেই লুকিয়ে ছিল রহস্য!
গর্তের মধ্যে কী ছিল?

Follow Us

মেদিনীপুর: বন্ধ পোড়া বাড়ি। ভিতর থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। আশপাশের বাড়ির বাসিন্দারা ভেবেছিলেন হয়তো রাস্তার কোনও কুকুর কাঁদছে। কিন্তু ওইবাড়ির কাছে গিয়ে বুঝতে পারেন, কোনও একটা কুকুর নয়, একসঙ্গে অনেক কুকুর কাঁদছে। বন্ধ বাড়ির ভিতরে কীভাবে এত কুকুর! অবাক হন। খবর যায় দমকলে। কুকুর উদ্ধার ঘিরে হুলুস্থূল কাণ্ড মেদিনীপুরে। দমকল গিয়ে বাড়ির ভিতরের ১৫ ফুট গর্তের ভিতর থেকে উদ্ধার করে মা কুকুর ও তার ছ’টি বাচ্চাকে।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার কালিকাপুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ বাড়িতে থেকে কুকুরের কান্নার আওয়াজ আসছিল। প্রতিবেশীরা মনে করেন হয়তো বা স্ট্রিট ডগের কান্না। কিন্তু পরে তাঁরা জানতে পারেন, এক সঙ্গে কয়েকটি কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে।

প্রতিবেশীরা জানার চেষ্টা করেন, কোথা থেকে এই কান্না আসছে। অনেক
খোঁজাখুঁজির পর তাঁরা জানতে পারেন, পাশের বন্ধ থাকা পাকা ঘরের থেকেই এই কান্নার আওয়াজ আসছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন। বাড়ির দরজা খোলা হয়। ভিতরে ঢুকে বিস্মিত হয়ে যান তাঁরা। দেখা যায়, বাড়ির ভিতরে প্রায় ১৫ ফুট গর্তের মধ্যে মা কুকুর-সহ ছ’টি বাচ্চা পড়ে রয়েছে। তারা চেষ্টা করেও উঠতে পারছে না।

প্রতিবেশীরা  খাবার-জল তো দিয়ে দেন। কিন্তু এতগুলো কুকুরকে একসঙ্গে তুলতে পারছিলেন না কোনওভাবেই। সঙ্গে বাচ্চা থাকায় মা কুকুরও বেশ মেজাজিই ছিল। পাছে কামড়ে দেয়, এই ভেবেই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

তারাই যোগাযোগ করে দমকলের সঙ্গে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনীও। মা কুকুর ও তার বাচ্চাদের উদ্ধার করা হয়। দমকল কর্মীরাই তাদের জল খাওয়ান, বিস্কুট দেন খেতে।

Next Article