Medinipur: বৃষ্টি পড়লেই ভাঙে সেতু, কংক্রিটের ব্রিজের দাবিতে রাস্তায় হাজার হাজার মানুষ

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2024 | 1:43 PM

Medinipur: বর্ষা আসলেই সেতু ভেঙে যায়। তখন পারাপার করতে হয় নৌকোয়। তাই স্থায়ী সমাধানের জন্য ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন সকলকেই বছরের পর বছর লিখিত আবেদন জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ।

Medinipur: বৃষ্টি পড়লেই ভাঙে সেতু, কংক্রিটের ব্রিজের দাবিতে রাস্তায় হাজার হাজার মানুষ
কংক্রিটের ব্রিজের দাবিতে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: প্রশাসনের কাছে আবেদন জানিয়েও মেলেনি সাড়া। কংক্রিটের ব্রিজের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান-বিক্ষোভ ২৫-৩০ টি গ্রামের বাসিন্দাদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের গুড়লি গ্রামের সাহেবঘাট সেতুর সামনে। বছরের পর বছর ধরে প্রতিনিয়ত কাঠের সেতুর উপর দিয়ে গাঁটের কড়ি খরচা করে সকলকে যাতায়াত করতে হয় ।আর বর্ষা আসলেই সেতু ভেঙে যায়। তখন পারাপার করতে হয় নৌকোয়। তাই স্থায়ী সমাধানের জন্য ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন সকলকেই বছরের পর বছর লিখিত আবেদন জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ।

এমনকি কংক্রিটের সেতু নির্মাণের দাবিকে জোরদার করার জন্য গড়ে তোলা হয় সেতু নির্মাণ কমিটি। এবার সেই সেতু নির্মাণ কমিটির উদ্যোগে দ্রুত স্থায়ী কংক্রিটের ব্রিজের দাবিতে অবস্থান বিক্ষোভে বসল শতাধিক এলাকার মানুষ। তাঁদের দাবি. দ্রুত কংক্রিটের ব্রিজ চাই। আর যতদিন না কংক্রিটের ব্রিজ হবে, ততদিন এই কাঠের সেতুর উপর দিয়ে যোগাযোগের জন্য নেওয়া যাবে না কোনও পয়সা। এমনই দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের গুড়লি এলাকায় শতাধিক গ্রামের মানুষ সাহেব ঘাট এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে সরব হয়।

দাসপুর এক নম্বর ব্লকের গুড়লি এলাকায় শিলাবতী নদীর উপর রয়েছে সাহেব ঘাট সেতু, এই কাঠের সেতুই দাসপুর ১ ও ঘাটাল ব্লকের প্রায় ২৫ থেকে ৩০ টি গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। আর সেই কাঠের সেতুর পরিবর্তে এবারে দ্রুত কংক্রিটের ব্রিজের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে হাজার হাজার বাসিন্দা। ঘাটালের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ পড় বলেন, “আমরা ইতিমধ্যেই বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। এলাকার মানুষের সমস্যার স্থায়ী সমাধানের দ্রুত চেষ্টা করা হচ্ছে। “

Next Article