Ghatal Masterplan: কবে শেষ হবে ঘাটাল মাস্টারপ্ল্যান, দিনক্ষণ জানিয়ে দিলেন সেচমন্ত্রী
Ghatal Masterplan: মানস ভুঁইয়ার দাবি, কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যান জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে, কোনও টাকা দিচ্ছে না। রাজ্য নিজের টাকায় এই প্রকল্প করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ঘাটাল: ঘাটালে উদ্ধারকাজে কোনও কাপর্ণ্য করা হয়নি। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজও চলছে জোরকদমে। কবে শেষ হবে কাজ, সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। জেলাশাসক ও মহকুমাশাসক উভয়েই কাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি। আবারও নিজে পরিদর্শনে যাবেন মন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ২০২৭ এর মার্চ মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হতে পারে। তিনি বলেন, “গিয়ে দেখে আসবেন। ঘাটালের চেহারা বদলে যাবে। মমতা বন্দোপাধ্যায় যা বলেন, তাই করেন।”
মানস ভুঁইয়ার দাবি, কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যান জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে, কোনও টাকা দিচ্ছে না। রাজ্য নিজের টাকায় এই প্রকল্প করছে বলেও উল্লেখ করেছেন তিনি। বিজেপির প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, “বিজেপির একেক নেতা কখনও কখনও ঘাটালে বেড়াতে যাচ্ছে, আর একটা করে কমেন্ট করে যাচ্ছে।” ঘাটাল, চন্দ্রকোনার মতো বন্যাপ্রবণ এলাকাগুলিতে ইঞ্জিনিয়াররা কীভাবে দিন-রাত এক করে কাজ করছেন, সে কথাও উল্লেখ করেছেন তিনি।
এদিকে তিস্তার পরিস্থিতির জন্য সিকিমকেই দায়ী করেছেন মানস ভুঁইয়া। তিনি বলেন, সিকিম জল ছেড়েছে। কাদা মাটি জল এলাকা ডুবিয়ে দিচ্ছে। ডুয়ার্সে বারবার হড়পা বান আসছে। ডলোমাইট, বালি আর গাছ স্তূপ হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে কথা না বলে সিকিম জল ছাড়ছে।”
প্রথম থেকেই ডিভিসি ব্যারেজ কোনও ড্রেজিং করেনি বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীর দাবি, ডিভিসি-র ব্যর্থতার দায় ঘাড়ে চাপানো হচ্ছে।
