Snake Recover: হঠাৎই শরীরে অনুভূত হল তীব্র যন্ত্রণা, পায়ের দিকে তাকাতেই আতঁকে উঠল যুবক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2022 | 3:57 PM

Chandrakona: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের। জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে দুরে মাঠে আলু জমি পাওয়াতে গিয়েছিল মজিবুর পাঠান(২৪) নামের এক যুবক

Snake Recover: হঠাৎই শরীরে অনুভূত হল তীব্র যন্ত্রণা, পায়ের দিকে তাকাতেই আতঁকে উঠল যুবক
মজিবুর পাঠান (নিজস্ব ছবি)

Follow Us

চন্দ্রকোনা: মাঠে আলু তুলতে গিয়েছিলেন যুবক। কোদাল দিয়ে মাটি কাটছিলেন। তখনই আচমকা ঘটল কাণ্ড। কিছু বুঝে ওঠার আগেই হাতে সটান কামড় দিল সাপ। তারপর…

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া গ্রামের। জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে দুরে মাঠে আলু জমি পাওয়াতে গিয়েছিল মজিবুর পাঠান(২৪) নামের এক যুবক। আলু জমিতে জল দেওয়ার সময় জমিতেই ছিল বিষধর চন্দ্রবোড়া সাপ। কোদাল দিয়ে জমির মাটি কাটতে গিয়ে আচমকাই হাতে কামড় দেয় বিষধর সাপটি। দেখতে পেয়ে সঙ্গে-সঙ্গেই খবর দেয় স্থানীয় বাসিন্দাদের।

এরপর সাপটিকে মেরে সাপসহ পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। এ বিষয়ে হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রি জানান, ‘সাপের কামড় খাওয়া এক যুবককে সাপ সহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে। তবে বেশকিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ অপরদিকে, ওই যুবক বলেন, ‘আমি মাঠে আলু কাটতে গিয়েছিলাম। এবার কুড়ুল দিয়ে মাটি কাটছিলাম। সেই সময় হঠাৎ কিছু কামড়ে অনুভব করি। পায়ের দিকে তাকাতেই দেখি একটি বিষধর সাপ। সেটি কামড়ে দেয় আমাকে। তারপর আমি সঙ্গে-সঙ্গে সাপটিকে মেরে হাসাপাতালে যাই। এলাকাবাসীকেও খবর দিই।’

Next Article