ঘাটাল: অনেক দিন ধরে নজরে রেখেছিলেন। বারবার কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে কোনওটিতে কাজ না হওয়ায় শেষে এমন কাজ। গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্তে নেমেছে পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা এলাকার ঘটনা। সেখানে গৃহবধূকে মাঠের মধ্যে একা পেয়ে মদ্যপ অবস্থায় ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, একই সঙ্গে ওই মহিলাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তামার কারিগরি ব্যবসার সঙ্গে যুক্ত। সেখানেই আলাপ হয় ওই মহিলার সঙ্গে। গৃহবধূ অভিযুক্তের কাছে কাজ শিখতেন। অভিযোগ, তখন থেকেই মহিলাকে কুপ্রস্তাব দিতে থাকেন। এরপর ওই ব্যক্তির কাছ থেকে কাজ ছেড়ে দিলেও পিছু ছাড়েননি অভিযুক্ত।
এরপর ৪ নভেম্বর অভিযুক্ত ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে দাবি করেন মহিলা। ইতিমধ্যে ঘাটাল থানায় শ্লীলতাহানি ও প্রাণে মেরা ফেলার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজেপি নেতার এ হেন কার্যকলাপে ইতিমধ্যে এলাকায় পড়ে গিয়েছে শোরগোল। ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। এলাকার তৃণমূল নেতাদের দাবি, দ্রুত ওই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করুক। তা না হলে আন্দোলন নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।
এ বিষয়ে এখনও বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া মেলেনি। অপরদিকে, অভিযুক্ত বিজেপি কর্মীর সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হয়েছিল, তবে তাঁকে পাওয়া যায়নি। যদিও, অভিযুক্তের পরিবারের দাবি তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। ওই কর্মীর মা বলেন, ‘আমার ছেলে ওদের কাছে অনেক টাকা পেত। সেই টাকা না দেওয়ায় ফাঁসিয়ে দিচ্ছে।’
ওই মহিলা বলেন, ‘প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন। তারপর সেই অবস্থাতেই আমায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার উপর চড়ে বসে। গলা টিপে ধরে। পরে আমি চোখ বড়বড় করতেই পালিয়ে যায়। আমি থানায় জানিয়েছি।’