Suicide: ‘গার্লফ্রেন্ডের’ সঙ্গে ভিডিয়ো কলে কথা, মেয়েটিকে দেখিয়ে-দেখিয়ে আত্মহত্যা প্রেমিকের

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 27, 2025 | 1:43 PM

Suicide: পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আকাশ। এই ঘটনার পর প্রেমিকা আতঙ্কিত হয়ে পরিচিতদের খবর দেন।

Suicide: গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিয়ো কলে কথা, মেয়েটিকে দেখিয়ে-দেখিয়ে আত্মহত্যা প্রেমিকের
আকাশ দাস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সবং: প্রেমের সম্পর্কে ছিলেন যুবক। প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন তিনি। সেই কথা বলার সময় নিলেন চরম সিদ্ধান্ত। প্রেমিকাকে দেখিয়ে-দেখিয়ে আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মেধাবী ছাত্র। উত্তর ২৪ পরগনার বারাসতের মেস থেকে উদ্ধার হল তাঁর দেহ।

মৃতের নাম আকাশ দাস (২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দুবরাজপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আকাশ বছর দুই আগে উচ্চমাধ্যমিক পাস করে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে কলকাতার বারাসতে চলে যান। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। ছেলের স্বপ্নপূরণের জন্য সব চেষ্টা করছিলেন। বারাসতের একটি মেস থেকে পড়াশোনা করছিলেন আকাশ। মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার ও বন্ধুরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আকাশ। এই ঘটনার পর প্রেমিকা আতঙ্কিত হয়ে পরিচিতদের খবর দেন। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রেমঘটিত কারণে নাকি পিছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।