মেদিনীপুর: ভাইয়ের নাম শাহরুখ খান। দাদা খোকন খান। এই বুথে প্রার্থী হয়েছিলেন দুই ভাই। ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই ছিল দু’জনের। তবে শেষ হাসি হাসলেন দাদা। এই জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি তৃণমূলের খোকন খান। হাউ হাউ করে কেঁদে ফেলেন গণনাকেন্দ্রের ভিতরই। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের রসুলপুরের ঘটনা।
রসুলপুর-২ নম্বর বুথের দাসপুর ৭/১। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন খোকন খান। সিপিএমের প্রার্থী ভাই শাহরুখ। দু’ভাই জোর কদমে ভোট প্রচার করেছিলেন। দু’জনই আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে। তবে এ গ্রামপঞ্চায়েতে গণনা শেষ হতেই দেখা গেল তৃণমূলের জয়পতাকা উড়ছে এলাকায়।
খোকন খান বলেন, “এ জয় আমাদের মাটি মাটি মানুষের উন্নয়নের জয়। আমাদের মমতাদিদির জিত। আমরা কাজ করেছিলাম। সেই হিসাবে মানুষ ভোট দিয়েছে। আমি চেষ্টা করব লোকসভা ভোটে আরও বেশি করে লিড দেওয়ার। আরও উন্নয়ন করব, মানুষের স্বার্থে কাজ করব। মানুষের পাশেই থাকব।” গ্রামপঞ্চায়েতে বিভিন্ন জায়গায় এমন বহু প্রার্থী দাঁড়িয়েছেন, যাঁরা সম্পর্কে দুই ভাই, দুই জা, স্বামী স্ত্রী কিংবা ভাই বোন। এমন ছবি প্রতিবারই পঞ্চায়েত ভোটে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে