Paschim Medinipur: জগদ্ধাত্রী পুজোর ভাসানে নাচ, রাস্তা দিতে বলায় বাইক আরোহীকে মারধরের অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 04, 2022 | 8:33 AM

Paschim Medinipur: নিতাই ও তাঁর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর বাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘাটাল শহর ১৭ নম্বর ওয়ার্ডের একটি জগদ্ধাত্রী পূজার ভাষণ উপলক্ষে বেরিয়েছিল শোভাযাত্রা।

Paschim Medinipur: জগদ্ধাত্রী পুজোর ভাসানে নাচ, রাস্তা দিতে বলায় বাইক আরোহীকে মারধরের অভিযোগ
জগদ্ধাত্রী পুজো

Follow Us

পশ্চিম মেদিনীপুর: পথ আটকে জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে চরম উন্মাদনা। রাস্তা ছাড়তে বলায় এক মোটর বাইক আরোহী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাপক মারধোরের অভিযোগ উঠল পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া ও মোটরবাইকে ভাঙচুর করারও অভিযোগ ওঠে। ঘাটাল থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কুশপাতা সারাদাপল্লি জগদ্ধাত্রী পুজোর কমিটি এলাকায়। কমিটিরই কয়েকজন সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন ঘাটালের গোবিন্দপুরের বাসিন্দা নিতাই মণ্ডল।

নিতাই ও তাঁর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর বাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘাটাল শহর ১৭ নম্বর ওয়ার্ডের একটি জগদ্ধাত্রী পূজার ভাষণ উপলক্ষে বেরিয়েছিল শোভাযাত্রা। আর সেই শোভাযাত্রায় ঘিরে কয়েকজন যুবক পথ আটকে নাচানাচি করছিলেন।  সমস্যার সূত্রপাত হয়, যখন নিতাই পথ ছাড়তে বলেন যাওয়ার জন্য। তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। রাস্তা ছাড়তে বলায় মোটরবাইক চালক নিতাই তাঁর স্ত্রীয়ের সঙ্গে বচসা শুরু হয়। কথায় কথায় বাড়তে থাকে উত্তেজনা। নিতাইয়ের সঙ্গে ছিল ৪ বছরের মেয়েও। তার সামনেই নিতাইয়ের ওপর কয়েকজন যুবক চড়াও হন বলে অভিযোগ।  মারধর করেন ওই যুবকরা। এমনকি ভেঙে দেওয়া হয় তাঁর মোটরবাইক। মেরে নিতাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দ্রুত নিতাইকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে পুজো কমিটির কেউ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Next Article