পশ্চিম মেদিনীপুর: রাতের খাওয়াদাওয়ার পর বাবা-মা শুয়ে পড়েন। দুই মেয়ে নিজের ঘরে চলে যায়। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছিল তারা। তখনই নজরে আসে ধোঁয়া। দৌড়ে বাবা-মাকে বলতে গিয়েছিল সে কথা। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন বাবা-মা। কিন্তু ঘরের কিছুই আর বাঁচানো সম্ভব হয়নি। সব পুড়ে খাক! এক লহমায় নিঃস্ব হল এক পরিবার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসুদেবপুর এলাকায়। বাড়িতে ইচ্ছাকৃতভাবে অগ্নি সংযোগের অভিযোগ তুলেছে পরিবার।
শনিবার রাতে বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জয়প্রকাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে আগুন লাগে। তাঁর বয়ান অনুযায়ী, রাত তখন অনেকটাই। খাওয়া সেরে তাঁরা ঘুমোতে চলে গিয়েছিলেন। তাঁর দুই মেয়ে ঘরে পড়ছিল। তখন তারাই ধোঁয়া বের হতে দেখে।
পরিবারের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রাথমিকভাবে বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। পরে দমকলের একটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে পুড়ে ছাই বাড়িতে থাকা আসবাবপত্র-সহ সমস্ত কিছুই।
পরিবারের অভিযোগ, পরিকম্পিতভাবে বাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পরিবারের তরফ থেকে পুরো বিষয়টি জানানো হয়েছে দাসপুর থানায়।