ICDS: কোথাও ত্রিপল টাঙিয়ে রান্না, কোথাও বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা! ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ক্ষোভের মুখে PHE আধিকারিক

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2023 | 8:08 AM

ICDS: দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনের মাঝেই সুরেন্দ্র প্রসাদ গুপ্তাকে ঘিরে ধরেন আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের দাবি, ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় আইসিডিএস সেন্টারগুলির বেহাল পরিকাঠামো।

ICDS: কোথাও ত্রিপল টাঙিয়ে রান্না, কোথাও বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা! দুয়ারে সরকার ক্যাম্পে ক্ষোভের মুখে PHE আধিকারিক
আধিকারিকের সামনে আইসিডিএস কর্মীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর: ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে পিএইচই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র প্রসাদ গুপ্তাকে সামনে পেয়ে অভিযোগ উগরে দিলেন আইসিডিএস কর্মীরা। কেউ অভিযোগ করলেন খোলা আকাশের নীচে ত্রিপল খাটিয়ে চলছে আইসিডিএস-এর রান্না , কারও দাবি বিদ্যুৎ সংযোগ নিয়ে, কারও আবার দাবি সেন্টারের ভাল পরিকাঠামো। এক কথায় আইসিডিএস সেন্টারের বেহাল পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোচ্চার কর্মীরাই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রথীপুর বরদা বাণীপিঠ উচ্চ বিদ্যালয় বসেছে দুয়ারে সরকার ক্যাম্প। শুক্রবার ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের আইএস অফিসার সুরেন্দ্র প্রসাদ গুপ্তা। সঙ্গে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস।

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনের মাঝেই সুরেন্দ্র প্রসাদ গুপ্তাকে ঘিরে ধরেন আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের দাবি, ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় আইসিডিএস সেন্টারগুলির বেহাল পরিকাঠামো। আইসিডিএ সেন্টারগুলির হাল ফেরাতে আবেদন জানান আইএস আধিকারিককে।

আইসিডিএস কর্মীদের সমস্ত আবেদন শোনার পর সুরেন্দ্র প্রসাদ গুপ্তা জানান, সেন্টারগুলির কিছু সমস্যা রয়েছে। সমস্ত অভিযোগ নথিবদ্ধ করা হচ্ছে। আইসিডিএস সেন্টারগুলির দ্রুত হাল ফেরানোর চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।

একাধিকবার পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক আইসিডিএস কেন্দ্রের বেহাল পরিকাঠামোর দৃশ্য সামনে এসেছে। বাচ্চাদের খাবার রান্নার জন্য কোনও রান্নাঘরই নেই। ত্রিপল খাটিয়ে কোনওভাবে ধুলোর মধ্যেই চলে রান্না। আবার কোথাও আইসিডিএস কর্মীরা বেতনও পান না ঠিকভাবে। এই সমস্ত অভিযোগ শোনার পর প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পিএইচই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি।

Next Article