পশ্চিম মেদিনীপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পিংলার মুন্ডুমারি এলাকায়। রাস্তা থেকে আহত তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে। প্রথমে তাঁকে ভর্তি করা হয় পিংলা গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হতে থাকায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু সেখানেও বিশেষ উন্নতি না হওয়ায় রাতের স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতলে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক অপরাধমূলক ধারায় মামলা রুজু করেছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আহত তরুণী এবং অভিযুক্ত যুবক সুব্রত দোলুইর মধ্যে আগে থেকেই পরিচিতি ছিল। একাধিকবার সে তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রত্যেকবারই তা নাকচ করে দেন ওই তরুণী। এরপর শনিবার তারা দুজন একটি মারুতি গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। সম্ভবত চলন্ত গাড়িতেও প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই যুবক। কিন্তু এদিনও তাতে না বলে দেন তরুণী।
অভিযোগ, এরপরই পিংলার মুন্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় তরুণীকে। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় মারুতি গাড়িটি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে তাঁকে। এই ঘটনায় তরুণীর পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পিংলা থানার পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশির পর সুচছড়া গ্রাম থেকে মারুতি সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরআড়া গ্রামে। পুলিশ তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একগুচ্ছ ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করেছে।
রবিবার তাঁকে পেশ করা হয়েছে মেদনীপুর আদালতে। এদিকে , আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এখনও চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে। লক্ষ্মী পূজার আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকাতেও। তাই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তরুণীর পরিবার।