AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal Flood: গোটা স্কুলই ছিল জলের তলায়, ফের পরীক্ষা শুরু হতেই পড়ুয়াদের ভরসা এখন ডিঙি

Ghatal Flood: যদিও পরীক্ষা হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু, বন্যার কারণে তা পিছিয়ে যায়। এবার ধীরে ধীরে জল নামতে শুরু করায়, একইসঙ্গে স্কুলের বাধা-ধরা কিছু নিয়মের জন্য এবার পরীক্ষা নিয়ে শুরু করল স্কুলগুলি।

Ghatal Flood: গোটা স্কুলই ছিল জলের তলায়, ফের পরীক্ষা শুরু হতেই পড়ুয়াদের ভরসা এখন ডিঙি
ডিঙি চেপেই স্কুলের পথে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 2:35 PM
Share

ঘাটাল: বৃষ্টি কমলেও এখনও জলের তলায় ঘাটালের বড় অংশ। যোগাযোগ ব্যবস্থাও বিপন্ন। একাধিক এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। স্কুল থেকে বাজারঘাট, ডিঙিতে চেপেই চলছে সব কাজ। এদিকে এরইমধ্য আবার স্কুলে পরীক্ষা। কিন্তু, এলাকার যা অবস্থা তাতে রাস্তা দিয়ে স্কুলে যাওয়া কার্যত অসম্ভব। অগ্যকা ডিঙিতে চেপে ঝুঁকি নিয়েই আসতে হচ্ছে স্কুলে। 

যদিও পরীক্ষা হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু, বন্যার কারণে তা পিছিয়ে যায়। এবার ধীরে ধীরে জল নামতে শুরু করায়, একইসঙ্গে স্কুলের বাধা-ধরা কিছু নিয়মের জন্য এবার পরীক্ষা নিয়ে শুরু করল স্কুলগুলি। ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানাচ্ছেন, পড়ুয়াদের জন্য ৪টি নৌকা রয়েছে। যে সব পড়ুয়ারা পরীক্ষা দিতে আসতে পারেনি তাদের জন্য আগামীতে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান হয়েছে। তিনি বলছেন, পরপর ৫ বার স্কুল বন্যার জলে ডুবে গিয়েছে। এবার প্রথম দুটি পরীক্ষা নেওয়ার পরেই এত জল বেড়ে যায় যে প্রথম দু’টি পরীক্ষা নেওয়ার পরেই আমরা পরীক্ষা বন্ধ করে দিই। 

পরিস্থিতি যে রীতিমতো খারাপ তা মানছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। যদিও তিনি বলছেন, “বন্যার জল অনেকটাই কমতে শুরু করেছে। গুরুদাস হাইস্কুল জলের তলায় ছিল। এখন বিল্ডিং থেকে জল নেমেছে। তবে রাস্তাঘাটে জল রয়েছে। স্কুলে এখন পরীক্ষা হচ্ছে। ঘাটাল পৌরসভা ৪টি নৌকার ব্যবস্থা করেছে। এছাড়া অনেকেরই ডিঙি নৌকা রয়েছে।”