Suvendu-Kunal: কয়লা ইস্যুতে অভিষেকের জন্য জোড়া প্রশ্ন শুভেন্দুর, কোন চ্যালেঞ্জ দিলেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 03, 2022 | 9:01 PM

Abhishek vs Suvendu: শুভেন্দু শুক্রবারের মতো এদিন আরও একবার স্পষ্ট করে দেন যে তাঁর নম্বর সকলের কাছে রয়েছে। ২০০৬ সাল থেকে তিনি ওই মোবাইল নম্বর ব্যবহার করছেন বলেও দাবি বিরোধী দলনেতার।

Suvendu-Kunal: কয়লা ইস্যুতে অভিষেকের জন্য জোড়া প্রশ্ন শুভেন্দুর, কোন চ্যালেঞ্জ দিলেন তিনি?
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

Follow Us

দাসপুর : শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডির অফিস থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অভিষেক দাবি করেছেন, কয়লা কেলেঙ্কারির মূল অভিযুক্তের সঙ্গে আট মাস আগে ফোনে কথা হয়েছিল শুভেন্দু অধিকারীর। সেই অডিয়ো ক্লিপও সময় মতো প্রকাশ্যে আনবেন বলে দাবি করেছেন অভিষেক। এবার তারই পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। অভিষকেকে নিশানায় নিয়ে বললেন, “তিন বার ইডির কাছে গেলেন এখনও অবধি। ইডি কী কী জিজ্ঞেস করেছে? আপনি (অভিষেক) কাল অমিত শাহ, নিশীথ প্রামাণিকের নামে অনেক কথা বলেছেন। আর আমাকে তো বলবেনই। এজেন্ডাই আমি। তার জন্য আমি প্রস্তুত আছি।”

অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, “আপনাকে আমি দুটি প্রশ্ন করি। অনুপ মাজির অ্যাকাউন্ট থেকে যে কয়লার টাকা গিয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে। রুজিরা নারুলা কে? আর মেনকা গম্ভীর সঙ্গে আপনার সম্পর্ক কী? এই দুই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে।” আক্রমণের সুর আরও চড়িয়ে শুভেন্দু বলেন, “বিনয় মিশ্রর সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে।” শুভেন্দু শুক্রবারের মতো এদিন আরও একবার স্পষ্ট করে দেন যে তাঁর নম্বর সকলের কাছে রয়েছে। ২০০৬ সাল থেকে তিনি ওই মোবাইল নম্বর ব্যবহার করছেন বলেও দাবি বিরোধী দলনেতার।

যদিও শুভেন্দুর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যা বলছেন, এ তো পাগলের প্রলাপ। এই শুভেন্দুকে এক বছর আগে দেখেছি বড় বড় কথা। আজ সে সব কোথায়? আজ সেই শুভেন্দুকে জনসভায় দাঁড়িয়ে নিজের ফোন নম্বর বলতে হচ্ছে। এটাই পরিবর্তন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। অভিষেক বলেছেন, বিনয় মিশ্রর সঙ্গে কথা বলেছেন শুভেন্দু। শুভেন্দু আজ যা বলেছেন, তাতে তো অস্বীকার করেননি। সাহস হল না তো অস্বীকার করার। একবারও তো বলছেন না, যে কথা বলিনি। অভিষেক তো বলেছিলেন, মামলা করুন না ভুল হলে। আমরা চাই, শুভেন্দু অধিকারী মামলা করুন। ফরেন্সিক হোক। কার গলা, কীভাবে, কী বলেছিলেন, কাকে সেটিং-এর প্রস্তাব দিয়েছিলেন, সব সামনে চলে আসুক।”

Next Article