AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: আফরিনের সাফল্যে গর্বিত মেদিনীপুর, ১৩ ঘণ্টা ৪৫ মিনিটেই স্বপ্নপূরণ

Afrin-Swimmer: ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রীস-নেজ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তাঁর সময় লাগে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

Medinipur: আফরিনের সাফল্যে গর্বিত মেদিনীপুর, ১৩ ঘণ্টা ৪৫ মিনিটেই স্বপ্নপূরণ
আফরিন জাবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2025 | 9:51 AM
Share

মেদিনীপুর: ১৪ বছর অনুশীলনের পর অবশেষে স্বপ্নপূরণ। লক্ষ্যে পৌঁছলেন মেদিনীপুরের আফরিন। এল সাফল্য। ২১ বছর বয়সী সাঁতারুর সামনে আরও একাধিক স্বপ্নের হাতছানি।

মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেন আফরিন। সূত্রের খবর, দুর্গম ইংলিশ চ্যানেল জয় করার ক্ষেত্রে আফরিনের সময় লেগেছে মাত্র ১৩ ঘণ্টা ৪৫ মিনিট। ২১ বছর বয়সী আফরিন জাবি মেদিনীপুর শহরের দেওয়ান নগর এলাকার বাসিন্দা। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী তিনি।

সাঁতারু হিসেবে আফরিনের ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। লন্ডনের ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিলেন তিনি। অবশেষে এল সেই সাফল্য।

জানা গিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন আফরিন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রীস-নেজ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তাঁর সময় লাগে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

গত ৯ জুলাই ইউরোপ পাড়ি দেন আফরিন। সোমবার হয় তাঁর শারীরিক পরীক্ষা। এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরে মাত্র ১১ ডিগ্রির কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করেন বাংলার এই সাঁতারু সে।

জানা গিয়েছি, লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বোটে উপস্থিত চিকিৎসকেরা তাঁর দেখভাল শুরু করেন তৎক্ষণাৎ। আফরিনের বাবা জানিয়েছেন, রাতেই তাঁর সঙ্গে মেয়ের কথা হয়েছে। তিনি জানান, সামুদ্রিক প্রাণীর সংস্পর্শে এসে ও এতটা পথ পার করে আফরিন কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত সুস্থ আছেন। তিনি আরও বলেছেন, পরবর্তীতে আফরিন জিব্রালটার ও পক প্রণালীও পার করবেন, এটাই লক্ষ্য।

আফরিনকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।