Paschim Medinipur: এলাকায় নেই নালা, অথচ সংস্কারের জন্য বরাদ্দ লক্ষাধিক টাকা, যাচ্ছে কোথায়?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 07, 2022 | 11:40 AM

west Bengal: স্থানীয় সূত্রে খবর, প্রায় চার মাস আগে এলাকায় পড়েছে সংস্কারের ফলক। ১ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে নালা সংস্কারের জন্য।

Paschim Medinipur: এলাকায় নেই নালা, অথচ সংস্কারের জন্য বরাদ্দ লক্ষাধিক টাকা, যাচ্ছে কোথায়?
এলাকায় নেই কোনও নালা (নিজস্ব ছবি)

Follow Us

পশ্চিম মেদিনীপুর: এলাকায় নেই কোনও নালা। তবুও সংস্কারের নামে পড়েছে ফলক। মানিদহ অঞ্চলে আর্থিক তছরূপের অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, প্রায় চার মাস আগে এলাকায় পড়েছে সংস্কারের ফলক। ১ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে নালা সংস্কারের জন্য। তবে প্রশ্ন যেখানে এলাকায় কোনও নালা নেই। সেখানে সংস্কার কীভাবে হবে?

ওই এলাকার বিরোধী পঞ্চায়েত সদস্যের দাবি, এই ফলক তাঁর অজান্তেই লাগানো হয়েছে। এমনকী, সেই কাজের মাস্টাররোল দেখিয়ে বরাদ্দের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি স্থানীয় প্রধানের বিরুদ্ধে। যেখানে কাজ হয়নি সেখানে ৪ মাস আগে কিভাবে এলাকায় কিভাবে ফলক পড়লো সেই নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত দেবু নায়েক।

যদিও, সম্পূর্ণ বিষয় নিয়ে মনিদহ অঞ্চল প্রধানের দাবি ওই এলাকায় কাজ না হলেও ওই কাজ অন্য জায়গায় করা হয়েছে। আর বর্ষার সময় এই রকম কাজ হয়ে থাকে। এছাড়াও তিনি স্বীকারও করেন, ওই ফলকে যা লেখা রয়েছে সেই লেখা ভুল। কিন্তু এলাকার মানুষ তাঁদের ক্ষোভ কিন্তু উগরে দিয়েছেন। তাঁদের দাবি এলাকায় এখনও পর্যন্ত ওই সময় শুধু একশো দিনের কাজ হয়েছিল, এছাড়া কোনও কাজ হয়নি। এখন সবথেকে বড় প্রশ্ন কীভাবে এরকম ভুল হতে পারে ?

এলাকাবাসী প্রবীর সাউ বলেন, ‘এখানে কোনও কাজই হয়নি। নালার কোনও সংস্কারের কাজ হয়নি। পাশের গ্রামের কয়েকটি জায়গায় মাটি কাটা হয়েছিল। তবে তারপর আর সংস্কার হয়নি।’ এলাকার পঞ্চায়েত প্রধান বলেন, ‘ওইখানে কাজ হয়েছে। তবে বোর্ডটা ভুল লেখানো আছ। বর্ষা আসায় জল জমে গিয়েছে। মাটি ফেলা হয়নি। তবে হবে। বাকি আর কিছু বলতে পারব না।’

Next Article