Mahua Maitra: বিতর্কের ঝাঁঝ বাড়ছে, মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে থানায় বিজেপি বিধায়ক হিরণ

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 08, 2022 | 1:12 AM

Kharagpur: সম্প্রতি কালীপুজোর শাক্তআচার নিয়ে মহুয়ার মন্তব্য বিতর্ক তৈরি করেছে। এদিন খড়গপুর থানায় অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় হিরণকে।

Mahua Maitra: বিতর্কের ঝাঁঝ বাড়ছে, মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে থানায় বিজেপি বিধায়ক হিরণ
হিরণ চট্টোপাধ্যায় ও মহুয়া মৈত্র।

Follow Us

মেদিনীপুর: কালী নিয়ে মন্তব্যে বিতর্কের আঁচ বাংলাজুড়ে। একটি ছবির পোস্টার ঘিরে বিতর্ক শুরু হলেও, এই মুহূর্তে সেই বিতর্ক নতুন মোড় নিয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের পর তাঁকে গ্রেফতারের দাবিতে পথে নেমেছে বিজেপি। ১০ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতার না করা হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এবার মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি কালীপুজোর রীতি-আচার নিয়ে মহুয়ার মন্তব্য বিতর্ক তৈরি করেছে। এদিন খড়গপুর থানায় অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় হিরণকে। তা নিয়ে ফেসবুক লাইভে ক্ষোভও উগরে দেন বিজেপির তারকা-বিধায়ক।

হিরণ বলেন, “প্রায় আধ ঘণ্টার কাছাকাছি আমি বসেছিলাম এটা এফআইআর করার জন্য। থানায় যিনি ছিলেন বললেন, যতক্ষণ না বড়বাবু আসবেন, ততক্ষণ উনি এফআইআর নিতে পারবেন না। যদি আমার মতো একজন মানুষকে এসে আধ ঘণ্টা থানায় বসে থাকতে হয় এফআইআর করার জন্য, গ্রামেগঞ্জে মানুষের অবস্থা বুঝুন। সেখানে কী হয় বোঝাই যাচ্ছে। আমার এই অভিজ্ঞতা ছিল না। কারণ আমি কোনওদিন এফআইআর করিনি। আজ দেখলাম মানুষ কীভাবে হেনস্থার শিকার হন। হয়ত ওনার উপরে যে অফিসার তিনি বলে দিয়েছেন এসব।”


অন্যদিকে এদিন মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। এদিন রাতে ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট ও বিজেপি কর্মী সমর্থকরা ঘাটাল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিতর্ক নিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেন মহুয়া মৈত্র। লেখেন যাঁরা সতর্ক করেছেন ‘তাঁদের ধন্যবাদ। উপায় নেই। জাহাজ জলে ভেসে গেছে।’ যদিও এদিন মহুয়ার বক্তব্য-বিতর্ক নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “ওদের এই চালের মধ্যে কেন পড়ব? এটা বিজেপির রাজনীতি। কিছু মানুষ সেই জালে পা দিয়ে দিচ্ছে।”

Next Article