পশ্চিম মেদিনীপুর: বিজেপি করার ‘অপরাধ’। সেই কারণে বিধানসভা ভোটের পর থেকে ঘর ছেড়ে থাকতে হয়েছে দীর্ঘদিন ধরে। অন্তত তেমনটাই অভিযোগ। তবে বাড়ি ফিরে এসেও মেলেনি শান্তি। মকরামপুর অঞ্চলের শিতলি গ্রামের পাঁচটি পরিবারের দশা এখনও করুণ।
বিধানসভা নির্বাচনের পর বিজেপি করার অপরাধে ঘরছাড়া প্রায় পাঁচটি লোধা-শবর পরিবার। অভিযোগ, এলাকার তৃণমূলের অত্যাচারেই তাঁরা ঘরছাড়া হয়েছে। আর পুরো অভিযোগটাই তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মী শীটের বিরুদ্ধে। জানা গিয়েছে, কখনও খড়গপুর স্টেশন আবার কখনও ওড়িশার স্টেশনে পরিবার ছেলেমেয়েদের নিয়ে থাকতেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরমপুর পঞ্চায়েতের শিতলী গ্রামের এই পাঁচটি পরিবার।
জানা গিয়েছে, সোমবার খড়গপুর পুলিশ মহকুমা আধিকারিকের কাছে ঘরে ফেরার জন্য লিখিত আবেদন জানান তাঁরা।মঙ্গলবার পুলিশের উদ্যোগে তাঁদের ঘরে ফেরানো হয়। যদিও তাঁদের অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পরেই লক্ষ্মী শিটের অনুগামীরা তাঁদেরকে ফের হুমকি দেয়। তাই তাঁরা ব্লক অফিসে যান। ব্লক অফিসে আসার আগেও তাঁদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে, বলে দাবি পরিবারগুলির।
পাশাপাশি তাঁদের বক্তব্য ঘরে কেউ না থাকায় সম্পূর্ণ ঘরের যাবতীয় জিনিসপত্র লুট হয়ে গিয়েছে। রান্না করে খাওয়ার মতো সামান্য হাড়ির করা পর্যন্ত নেই বাড়িতে। ফলে তাঁরা প্রশাসনিকভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন নারায়ণগড় ব্লকের বিডিও কে। এই বিষয়ে বিডিও কৃষাণু রায় জানিয়েছেন, ‘আপাতত তাঁদেরকে ত্রিপল দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে।’
এই বিষয়ে জেলা বিজেপির সহ-সভাপতি তথা জেলার বিজেপির মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, এ ধরনের ঘটনা শুধু নারায়ণগড় ব্লকেই নয় গোটা জেলা জুড়ে রয়েছে। যদিও নারায়ণগড় ব্লকের মকরামপুর এলাকায় অভিযোগটা বেশি। পুলিশকে এর আগেও বহুবার বলা হয়েছে। প্রয়োজনে আবার পুলিশের কাছে যাবেন।পাশপাশি ওই বিজেপি নেতা আরও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকে। যেখানে মুখ্যমন্ত্রী শান্তির জন্য ত্রিপুরা ছুটছেন, অসম ছুটছেন, দিল্লি ছুটছেন, গুজরাট ছুটছেন আর এখানে নিজের বাংলাকে বদ্ধভূমিতে পরিণত করেছেন তিনি। বিরোধী কার্যকর্তাদের রক্তের হোলি খেলছে শাসক দলের লোকেরা।
পুরো বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সুজয় হাজরা।তিনি জানান বিষয়টি তাঁর জানা নেই তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে প্রথম শুনলেন খোঁজখবর নেবেন যদি এ ধরনের কোনও ঘটনা কোনও নেতৃত্ব ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তবে পাশাপাশি তিনি জানিয়েছেন ওই পরিবার গুলি যদি তার কাছে লিখিত আবেদন জানান তাহলে তিনি তাদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন।
এই বিষয়ে লক্ষ্মী শীট বলেন, ‘বিধানসভা ভোটের সময় থেকে আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ঝান-চাল লুট করে নিচ্ছে। আমরা দীর্ঘদিন ঘর ছাড়া অবস্থায় রয়েছে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ফেরার পরও মারধর করে। আমরা বিজেপি করি বলেই তৃণমূলের লোকজন এই ঘটনা ঘটাচ্ছে।’