Paschim Medinipur: শরীর থেকে গলগল করে বের হচ্ছে তাজা রক্ত, সাতসকালে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 15, 2022 | 10:14 AM

Paschim Medinipur Murder: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাঁতালপুরের কোটালপাড়ার বাসিন্দা সনাতনকে তাঁর বাড়ি থেকে কিছু দূরেই জনবহুল এলাকায় পড়ে থাকতে দেখা যায়।

Paschim Medinipur: শরীর থেকে গলগল করে বের হচ্ছে তাজা রক্ত, সাতসকালে বৃদ্ধের মর্মান্তিক পরিণতি
চন্দ্রকোণায় বৃদ্ধের দেহ উদ্ধার

Follow Us

পশ্চিম মেদিনীপুর: মাথায় গভীর ক্ষত। দৃশ্যত একাধিক বস্তু দিয়ে একাধিকবার ধারাল কোন বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন। সাতসকালে রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার জাড়া গ্রাম পঞ্চায়েত তাতালপুর গ্রামে। মৃতের নাম সনাতন সাঁতরা (৬০)। তিনি তাঁতালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাঁতালপুরের কোটালপাড়ার বাসিন্দা সনাতনকে তাঁর বাড়ি থেকে কিছু দূরেই জনবহুল এলাকায় পড়ে থাকতে দেখা যায়। সাতসকালে পথচলতি সাধারণ মানুষ রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে শিউরে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁরা যখন দেহটি দেখেছেন, তখনও শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল তাজা রক্ত। খবর পেয়ে দ্রুত চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের পরিবারের দাবি সনাতনকে খুন করা হয়েছে। এক্ষেত্রে তাঁদের অনুমান, মাথায় কোন ভারী ধারালো বস্তু দিয়েই একাধিকবার আঘাত করেই খুন করা হয়েছে তাঁকে।
এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি, অবিলম্বে ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের পুলিশ চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। মৃতদের পাশ থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। পুলিশেরও প্রথমিক অনুমান, মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হতে পারে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে এলাকারই কেউ জড়িত আছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুরো বিষয়টি জানা যাবে।

Next Article