TMC: ঔদ্ধত্য? ফুটবল মাঠেই রেফারির পেটে সজোরে লাথি তৃণমূল নেতার ভাইপোর, ভিডিয়োটায় দেখুন
TMC: আক্রান্ত রেফারির নাম লক্ষ্মণ মান্ডি। তিনি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর উপর হামলা নিয়ে লক্ষ্মণ মান্ডি বলেন, "গতকাল প্রথমে এক গোলে এগিয়ে ছিল রাজা খানের টিম। এরপর প্রতিপক্ষ গোলটি শোধ করে। কিন্তু, রাজা খান দাবি করেন, ওটি গোল নয়। আমি নিজের সিদ্ধান্ত অনড় থাকি। তখনই আমাকে লাথি মারেন।"
মেদিনীপুর: প্রথমে আঙুল উঁচিয়ে শাসানি। তারপর রেফারির পেটে সজোরে লাথি। ঘটনাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে। অভিযুক্ত রাজা খান মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। তাঁকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ। রেফারিকে লাথি মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকাল ঘটনাটি ঘটে একটি ফুটবল ম্যাচের সময়। মেদিনীপুরের শহরের ওল্ড প্রদীপ সংঘ দীর্ঘদিন ধরেই চার্চস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। রাজা খান ওল্ড প্রদীপ সংঘের সম্পাদক। এই টুর্নামেন্টে তাঁরও একটি টিম খেলছে। গতকাল তাঁর টিমের খেলার সময়ই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে তাঁকে হেনস্থা করেন রাজা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে আঙুল উঁচিয়ে রেফারিকে শাসাচ্ছেন তৃণমূল নেতার ভাইপো। এরপরই রেফারির পেটে সজোরে লাথি মারেন। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান তিনি।

রেফারি লক্ষ্মণ মান্ডি
আক্রান্ত রেফারির নাম লক্ষ্মণ মান্ডি। তিনি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর উপর হামলা নিয়ে লক্ষ্মণ মান্ডি বলেন, “গতকাল প্রথমে এক গোলে এগিয়ে ছিল রাজা খানের টিম। এরপর প্রতিপক্ষ গোলটি শোধ করে। কিন্তু, রাজা খান দাবি করেন, ওটি গোল নয়। আমি নিজের সিদ্ধান্ত অনড় থাকি। তখনই আমাকে লাথি মারেন।” তিনি জানান, শেষপর্যন্ত রাজার টিম খেলায় জেতে। কিন্তু, হারলে কী হত, তা ভেবেই আতঙ্কে রয়েছেন লক্ষ্মণ মান্ডি। তিনি বলেন, “রাজা খানের টিম হেরে গেলে হয়তো আমি বাড়িই ফিরতে পারতাম না।”

রেফারিকে শাসাচ্ছেন তৃণমূল নেতার ভাইপো
তাঁর ভাইপোর বিরুদ্ধে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠার পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “আমি বিষয়টা জানতাম না। তবে এরকম হওয়া উচিত নয়। যদি ভুল করে থাকে, ক্ষমা চাওয়া উচিত।”
এদিকে, ওই রেফারিকে লাথি মারার পাশাপাশি কয়েকজন দর্শককেও মারধরের অভিযোগ উঠেছে রাজা খানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রাজা খানকে গ্রেফতার করেছে কোতওয়ালি থানার পুলিশ। ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় রাজা খান বলেন, তাঁর ভুল হয়েছে।

