June Malia: কোনও নেতার স্ত্রী, বোন, দিদি পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না: জুন মালিয়া
June Malia: ভরা সভায় দাঁড়িয়ে জুন সতর্ক করে দিলেন, "গ্রুপবাজি বন্ধ করুন। অনেক হয়ে গিয়েছে, আর নয়। যাঁরা গ্রুপবাজি করবেন, তাঁদের আর স্থান হবে না তৃণমূলে।"
মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিয়ে সংগঠনকে একজোট করতে মরিয়া তৃণমূল শিবির। সম্প্রতি নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোষ্ঠীকোন্দল নিয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন। এবার নেত্রীর সুরে সুর মিলিয়ে দলের নিচুতলার কর্মীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল তারকা মুখ তথা বিধায়ক জুন মালিয়া (June Malia)। ভরা সভায় দাঁড়িয়ে সতর্ক করে দিলেন, “গ্রুপবাজি বন্ধ করুন। অনেক হয়ে গিয়েছে, আর নয়। যাঁরা গ্রুপবাজি করবেন, তাঁদের আর স্থান হবে না তৃণমূলে।” বুধবার তৃণমূল সুপ্রিমোর সতর্কবাণীও স্মরণ করিয়ে দেন তিনি।
সেই সঙ্গে জুন আরও একধাপ এগিয়ে বললেন, “কোনও নেতার স্ত্রী, দিদি, বোন… এই পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না।” সঙ্গে সঙ্গে তাঁর আরও সংযোজন, যদি কোনও নেতার স্ত্রী, বোন, দিদি যদি যোগ্য প্রার্থী হন, সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই হবেন। সেক্ষেত্রে বাধা হবে না। অর্থাৎ, বিধায়ক এটিও বুঝিয়ে দেন, বাড়ির বউ যদি যোগ্য প্রার্থী হন, তাহলে তাঁকে বঞ্চিত করা হবে না। কিন্তু বিধায়কের কথায়, “যেখানে মহিলা আসনে কোনও নেতার স্ত্রী বসে গেলেন। আর তারপর সেই নেতার স্ত্রী বাড়িতে রান্না করছেন, নেতা ছড়ি ঘোরাচ্ছেন… তা চলবে না।” পঞ্চায়েতে যোগ্যদের প্রার্থী করা হবে সেই কথাও স্পষ্ট করে দেন তিনি। স্পষ্ট করে দেন, “যাঁরা পঞ্চায়েতে বসে কাজ করতে পারবেন, সেরকম প্রার্থীদেরই বাছা হবে।”
জুন মালিয়ার এমন মন্তব্যের পর জেলাজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস তৃণমূলের তারকা বিধায়ককে খোঁচা দিয়ে বলেছেন, “জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে জুন মালিয়ার অন্তর্কলহ সর্বজনবিদিত। তৃণমূল বিধায়িকা এমন বার্তার মধ্য দিয়ে আসলে কি জেলার সভাপতিকেই বার্তা দিলেন?” উল্টে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী খুঁজে পাবে না বলেও খোঁচা দেন বিজেপি নেতা। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়তে শুরু করেছে জেলার রাজনৈতিক মহলে।